Connect with us
ক্রিকেট

অভিষিক্ত সাকিবের ব্যাটে চমক, মিরাজের দৃঢ়তায় বাড়ছে লিড

Miraj and Tanjim Shakib
নবম উইকেটে ৫৮ রারে জুটি গড়ে লাঞ্চ ব্রেকে গেছেন মিরাজ ও তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে একের পর এক সাফল্য আসছে। তাইজুলের ফাইফার, ৩ বছরের অপেক্ষা পেরিয়ে শতরানের ওপেনিং জুটি, সাদমানের ব্যাটে ফিফটি। এরপর অভিষিক্ত পেসার তানজিম সাকিবের ব্যাটেও রানের চমক। সব মিলিয়ে তৃতীয় দিনের শুরুটাও বেশ সুখময় হয়েছে বাংলাদেশের।

তৃতীয় দিনের শুরুতে বৃষ্টির আভাস থাকলেও, অল্প সময় ব্যাঘাত ঘটেছিল। বাকি সময়টা শুধু মিরাজ-তাইজুল আর তানজিম সাকিবের ভেলকি। নবম উইকেটে দারুণ জুটি গড়েছেন তানজিম ও মিরাজ। ৯৭ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহও ৪০০ পেরিয়ে গেছে।

তানজিম ৫৭ বলে ২৯ ও মিরাজ ১০৯ বলে ৭৬ রানে অপরাজিত। লাঞ্চের বিরতি চলছে। তৃতীয় দিনে প্রথম সেশনে তাইজুলের উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে বাংলাদেশ। খেলা হয়েছে ২৭ ওভারের। বাংলাদেশের স্কোর ১১৪ ওভারে ৪০৪/৮। বাংলাদেশ ১৭৭ রানে এগিয়ে।


আরও পড়ুন

»কালান্দার্সের সাথে রিশাদের “ওয়াইল্ড” অভিজ্ঞতা

»সাগরিকায় থেমেছে বৃষ্টি, শতরানের লিড ছাড়িয়েছে


আজকের দিনে একমাত্র উইকেট হিসেবে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলাম। মিরাজের সাথে ৮৪ বলে ৬৩ রানের জুটি গড়ে ফেরার আগে ৪৫ বলে ২০ রান করেছেন তাইজুল। এর আগে ২৯১ রান নিয়ে দিনটা শুরু করেছিল বাংলাদেশ।

৬৪ রানে এগিয়ে থেকে দিনটা শুরু করে বাংলাদেশ। এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় সফরকারীরা। আর সাদমানের সেঞ্চুরি, মুশফিক (৪০), বিজয় (৩৯), মুমিনুল (৩৩) ও শান্তর (২৩) ব্যাটে সাত উইকেট হারিয়ে ২৯১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট