Connect with us
ক্রিকেট

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবনতি, এগিয়েছেন শরিফুল-মুস্তাফিজ

Shakib's demotion in the ranking of bowlers, Shariful-Mustafiz has advanced
চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন সাকিব। ছবি- সংগৃহীত

বেশ কিছু দিন যাবত আঙুলের চোটে পড়ে খেলার বাইরে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। চেটের কারণে গেল বছর বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন তিনি। এরপর থেকেই আছেন দলের বাইরে। এমনকি সাম্প্রতিক সময়ে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন সংস্করণেরই পূর্ণাঙ্গ সিরিজ খেললেও সাকিব আল হাসানের সেখানে আর মাঠে নামা হয়নি। এর প্রভাব পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও।

বেশ কিছু দিন যাবত আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকা সাকিব বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে গেছে। তবে টাইগার পেসার শরিফুলের ভাগ্য এক্ষেত্রে সুপ্রসন্ন৷ বোলারদের তালিকায় উন্নতি হয়েছে এই বাঁ হাতি টাইগার পেসারের। ২০ ওভারের বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়েছেন তিনি।

বর্তমানে তালিকার ৫৫ নম্বরে অবস্থান করছেন শরিফুল। নিউজিল্যান্ডের মাটিতে সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে লাল সবুজ বাহিনী। সেখানে বল হাতে বড় ভূমিকা ছিল শরিফুলের। ২২ বছর বয়সী এই পেসার সিরিজে ৬ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন।

শরিফুলের মত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে সবার শীর্ষে ‘দ্য ফিজ’। নতুন হালনাগাদে তার অবস্থান ২০ নম্বরে। কিউই সফরে টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে মাত্র ২ উইকেট পেলেও তার ওভার প্রতি ৪.৮৮ ইকোনোমি রেটের দরুণই র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি।

তবে সাকিবের পিছিয়ে যাওয়াটাও তেমন অস্বাভাবিক কোন কিছু নয়। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকা সাকিব ৬ ধাপ পিছিয়ে চলে গেছেন তালিকার ২৮ নম্বরে। তবে স্বদেশী বোলারদের মধ্যে এখনও দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের পরে ক্রমানুসারে আছেন শেখ মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) এবং হাসান মাহমুদ (৪৩)।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও ৬ ধাপ পিছিয়ে এখন ৭০ এ অবস্থান সাকিব আল হাসানের। তবে অলরাউন্ডার তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের পোস্টার বয়।

আরও পড়ুন: সাকিব-শান্তদের জন্য নতুন কোচ খুঁজছে বিসিবি 

ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট