সাকিব আল হাসান তার ক্যারিয়ারে যত সফলতা পেয়েছেন সব ক্রিকেট থেকেই। ক্রিকেটই তাকে দেশের ক্রিকেটের পোস্টারবয় বানিয়েছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম অনেক উঁচুতে তুলতে এই তারকার অবদান অনেক। তবে সেই সাকিবই এখন দেশের মাটিতে খেলতে পারছেন না। মূলত শেষ সময়ে রাজনীতিতে জড়ানোটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি থাকায় আর দেশে ফেরা হয়নি এই সাবেক টাইগার কাপ্তানের।
গত ভারত সিরিজে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। সে সময় বাংলাদেশের মাটি থেকে বিদায়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায়ের কথা ছিল তার। তবে সব ঠিক থাকলেও শেষ মুহূর্তে আর দেশে ফিরতে পারেননি সাকিব। ফলে দেশের মাটিতে বিদায় নেওয়া হয়নি তারা।
শুধু তাই নয়, ভারত সিরিজের পর থেকে আর বাংলাদেশের জার্সিতেও খেলা হয়নি সাকিবের। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে খেলা হলেও সেখানে ছিলেন না সাকিব। এর ফলে ভবিষ্যতে তাকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।
আরও পড়ুন:
» তরুণ কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন কোহলি
» ভারতের নাভিশ্বাস তোলা কনস্টাসকে তালিম দিয়েছেন বাংলাদেশি কোচ
অবশ্য জাতীয় দলের জার্সিতে খেলা না হলেও দেশের বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। আর সামনেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। তবে আসন্ন এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম। কেননা টুর্নামেন্টের আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখনও সাকিবের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যার ফলে এটা অনেকটা নিশ্চিত যে সাকিব খেলছেন না এবারের বিপিএলে।
বিপিএলের মতো টুর্নামেন্টে সাকিবের না থাকাটা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। বিপিএলে চার বার টুর্নামেন্ট সেরা হওয়া এবং এত বছর ধরে বিপিএলে ব্যাটে-বলে রাজত্ব করা সাকিবকে ছাড়াই হয়ত এবার মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, যা মেনে নিতে কষ্ট হচ্ছে এই সাবেক বিসিবি পরিচালকের।
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন সুজন। বিপিএলকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু করেছে তার দল। এ সময় মিরপুর শেরেবাংলায় বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব দেশের ক্রিকেটে অনেকদিন সার্ভিস দিয়েছে। তার লম্বা ক্যারিয়ারের সামনে সাতটা মাস আমরা ছাড় দিতে পারলাম না। আমার মনে হয় এতটুকু বিবেচনা করা যেত! সে দেশের ক্রিকেটের জন্য একটা বড় সম্পদ। আর দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে সে খেলতে পারবে না!’
তিনি আরও বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু সাকিব এখনো খেলে যাচ্ছে কিন্তু দেশের ক্রিকেট খেলতে পারছে না, সত্যি কথা বলতে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ব্যর্থতাই।’
উল্লেখ্য, ২০২৫ বিপিএলের জন্য সাকিবকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল চিটাগাং কিংস। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল। তবে এখনো পর্যন্ত সাকিবের খেলার বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/বিটি