Connect with us
ক্রিকেট

সাকিবের চোটে কপাল খুললো বিজয়ের

Anamul H Bijoy
এনামুল হক বিজয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সুস্থ হতে অন্ততপক্ষে আরও ৩-৪ সপ্তাহ সময় লাগবে। যার কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে বাংলাদেশ অধিনায়কের। তাই সাকিবের ‘শূণ্যস্থান’ পূরণে এবার দলে ডাক পেলেন ওপেনার এনামুল হক বিজয়।

ভারত বিশ্বকাপের দল ঘোষণার আগেই বিজয় দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে অনেক কথা উঠেছিল ভক্ত-সমর্থক ও গণমাধ্যমে। অবশেষে সাকিবের চোটে পড়া সেই সুযোগটাই এনে দিল বাংলাদেশের হয়ে পরীক্ষিত এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল সবুজ বাহিনী। সেই ম্যাচে সাকিবের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন দীর্ঘ দিন ধরে জাতীয় দলের অনিয়মিত মুখ এনামুল হক নিজয়।

বাংলাদেশের হয়ে সবশেষ সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সে ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে মাত্র ৪ রান করেন তিনি। পরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুযোগ না মিললেও অধিনায়কের চোট বিশ্বকাপে খেলার সুযোগ এনে দিল এই টপ অর্ডার ব্যাটসম্যানের সামনে।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালীন পাওয়া চোটে এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ সাকিবের। এর আগে সাকিবের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান,‘ গতকাল ব্যাটিংয়ে শুরুর দিকেই সাকিব তার বাঁ হাতের আঙ্গুলে চোট পান। পরে ব্যথানাশক ওষুধ খেয়ে ও আঙ্গুলে টেপ পেঁচিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি।

ম্যাচ শেষে হাসপাতালে গিয়ে আঙ্গুলের এক্স-রে করা হলে রিপোর্টে তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়েছে। আজই পুনর্বাসন শুরু করতে দেশে ফিরে যাওয়া সাকিবের সুস্থ হতে মোট তিন-চার সপ্তাহ লেগে যাবে।’

 

আরও পড়ুন: এক ম্যাচ আগেই বিশ্বকাপ যাত্রা শেষ সাকিবের

ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট