যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন ফরম্যাটে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস ওয়েভস। টেক্সাস গ্ল্যাডিয়েটর্স কাছে ৬ উইকেটে হেরে টানা দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ম্যাচ হারের স্বাদ গ্রহণ করলেন সাকিবরা।
কিছুদিন আগে সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এই অলরাউন্ডার খেলতে নেমে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে। অন্য দিকে সাকিবের দলও তেমন সুবিধা করতে পারছে না।
আগে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় লস অ্যাঞ্জেলস। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামেন সাকিব। টিম ডেভিডকে নিয়ে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি। সাকিব করেন ১১ বলে ২০ রান। ডেভিড করেন ২০ বলে ৫১ রান।
আরও পড়ুন: লেভানদভস্কির দুর্দান্ত হ্যাট্রিকে দাপুটে জয় বার্সার
জবাবে ব্যাট করতে নেমে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাই। সাকিবের দলের বোলাররা এদিন দায়িত্ব নিয়ে বোলিং করতে পারেননি। বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের দিনে সামনে থেকে নেতৃত্ব ছিলেন সাকিব। টিম ডেভিড ৪৯ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন। সাকিব দুটি উইকেট নিলেও তিন ওভারে খরচ করেছেন ৩৯ রান।
টেক্সাসের জয়ে বড় অবদান রেখেছেন জেমস ফুলার। মাত্র ১০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ডেভিড মালান করেন ১৬ বলে ৩৮ রান।
ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর ২৪/এইচআই