Connect with us
ক্রিকেট

সাকিবের না খেলাটা সিলেটের জন্য স্বস্তির!

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গতকাল বিপিএল আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের। এর চেয়েও বড় অস্বস্তির সংবাদ, রংপুরের পরের ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের। গতকাল রংপুরের ম্যাচ শেষেই নিশ্চিত হওয়া গিয়েছিল, চোখের চিকিৎসার জন্য ফের দেশের বাইরে যাচ্ছেন সাকিব। তাই এখন সিঙ্গাপুরের পথে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তাই ঢাকা পর্বে রংপুর রাইডার্সের পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না সাকিবের। সাকিবের মত এমন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের থাকতে না পারাটা সিলেটের জন্য স্বস্তি বলে মনে করেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হোসেন।

তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের মত খেলোয়াড় না থাকলে তা আমাদের জন্য কিছুটা স্বস্তির তো হবেই। কিন্তু এখনও ম্যাচ জিততে হলে আমাদের ভালো খেলেই জিততে হবে। যেই দল বা ক্রিকেটার হোক না কেন, ম্যাচ জিততে হলে ভালো খেলার বিকল্প নেই।’

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফিকে নিয়ে জাকিরের অভিমত, মাশরাফি ম্যাচে যেমন পারফর্মই করুক না কেন মাঠে তার উপস্থিতিই দলের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। মাশরাফি ভাইয়ের পারফর্মেন্সের চেয়েও তার মাঠে থাকাটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি থাকলে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সহজ হয়।

গেল বছর বিপিএলে ভালো পারফর্মেন্স দিয়ে নজর কাড়া জাকির এবারও ৭০ রানের ইনিংস খেলে বিপিএল যাত্রা শুরু করেছেন। এই ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, টি-টোয়েন্টিসহ সব সংস্করণেই নিজেকে মেলে ধরা চেষ্টা করছি। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন: বিশ্বকাপের শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশের যুবারা

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট