Connect with us
স্পোর্টস বক্স

সাকিবের মা-বাবাও এলেন অসুস্থ তামিমের খোঁজ নিতে

Tamim shakib mom dad
চিকিৎসাধীন তামিমকে দেখতে এলেন সাকিবের মা-বাবা

বন্ধুত্বের টান যে পরিবারেও থাকে তা আবার বুঝিয়ে দিলেন সাকিব আল হাসানের মা-বাবা। অসুস্থ তামিম ইকবাল হাসপাতালে ভর্তি। সারাদেশ তার জন্য দোয়া ও প্রার্থনা করেছে। এবার তাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন তামিমের বন্ধু সাকিবের বাবা-মা। আগের দিন বন্ধু তামিমকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

সাকিব দেশে না থাকায় তামিমকে দেখতে যেতে পারেননি। সাকিব গতকাল নিজের ৩৮তম জন্মদিনের দিন তামিমের অসুস্থ হওয়ার খবর পেলে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। সাকিবের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা আজ দুপুরে কেপিজে হাসপাতালে দেখতে যান তামিমকে।

Tamim Iqbal

কাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন তামিম

গতকাল ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ অনুভব করায় ভর্তি করা হয় বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে। সেই থেকে এই হাসপাতালে ভিড় লেগে আছে। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখতে হাসপাতালে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা থেকে শুরু করে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।


আরও পড়ুন:

» হামজা-জামালদের ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে

» জন্মদিনে তামিমের জন্য সবার কাছে দোয়া চাইলেন সাকিব


বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি হওয়া তামিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

Tamim Iqbal and Shakib Al Hasan

তামিমকে নিয়ে একটি আবেগী স্ট্যাটাস দিয়েছেন সাকিব

গতকাল নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা। কয়েক ঘণ্টা পর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তিনি (তামিম) কথা বলতে পারছেন। বিকেলে মোহামেডান সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কথা বলেছেন তামিম।

তামিমকে আজ সকালে কেপিজে হাসপাতালের সিসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের অবস্থা নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, তামিমের স্বাভাবিক কাজে ফিরতে তিন মাস সময় দিতে হবে। মানে খেলাধুলায়। এছাড়া তিনি বাসায় স্বাভাবিক কাজকর্ম করবেন সপ্তাহখানেক এবং বিশ্রামেই থাকতে হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স