সাকিব আল হাসানের আকস্মিক অবসরের ঘোষণায় তোলপাড় চলছে গোটা ক্রীড়াঙ্গনে। সাকিব এভাবে অবসরের ঘোষণা দেবেন এটা অনেকের ধারণার বাইরে ছিল। সাকিবের এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন তারকারা। যার মধ্যে রয়েছে তার বিকেএসপির রুমমেট ও সিনিয়র খেলোয়াড়রা।
বিকেএসপিতে সাকিবের রুমমেট ছিলেন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। সাকিবের অবসরের ঘোষণায় এই ক্রীড়াবিদ বলেন, ‘সে যখন ইংল্যান্ডে কাউন্টি খেলছিল তখন কথা হয়েছিল। তবে অবসর নিয়ে তখন কোনো আলোচনা হয়নি। আমাদের বন্ধুদের মধ্যে যখন আলোচনা হয় তখন আমরা প্রায়ই মজা করি কে কবে অবসর নেবে এ নিয়ে। তখন সাকিব বলছিল ২০২৫ সালে সে অবসর নিতে পারে।’
বিকেএসপিতে সাকিবের দুই ব্যাচ সিনিয়র ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি। সাকিবের অবসরের ঘোষণায় এই সাবেক জানান, ‘সাকিব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। সাকিব না থাকলে দেশের ক্রিকেটে যে ঘাটতি তৈরি হবে সেটা সহজে পূরণ হবে না। হয়ত সবকিছু বিবেচনা করেই সে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ৪০ বছর বয়সেও খেলে যায়। সে বিবেচনায় সাকিব কমপক্ষে আরও ২ বছর খেলতে পারতেন।’
আরও পড়ুন:
» অবসরের ঘোষণার পর বিশ্ব গণমাধ্যমের শিরোনামে সাকিব
» বিপিএল : প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানাল বিসিবি
ক্রীড়াঙ্গনে সাকিবের আরেক সিনিয়র মামুনুর রহমান চয়ন। বাংলাদেশ জাতীয় হকি দলের এই সাবেক অধিনায়ক সাকিবের অবসর নিয়ে বলেন, ‘সাকিবের পারফরম্যান্স এখনো ঠিকঠাক রয়েছে। পারফরম্যান্সের কারণে সে দল থেকে কখনোই বাদ পড়েনি। সাকিব খেলা চালিয়ে যাওয়ার জন্য এখনও যথেষ্ট ফিট। সে চাইলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারত।’
সাকিবের অবসরের ঘোষণায় বাংলাদেশের দাবার সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বলেছেন, ‘সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার। কখন থামতে হবে সেটা তিনি ভালো করেই জানেন।’
উল্লেখ্য, শুক্রবার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে। তবে কানপুর টেস্টের পর ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এই তারকা অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/বিটি