ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে কাল মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে ব্যাফুটে টিম টাইগার্স। এবার ভারতের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে ঘুরে দাড়াতে চায় সাকিব বাহিনী।
তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়েই রয়েছে শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরির শিকার হন তিনি।
এদিকে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ম্যাচে সাকিবের খেলা নিয়ে ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতেও চায় না দল।
হাথুরু বলেন, সাকিব ঠিক আছে। মঙ্গলবারও সে নেটে ভালোভাবে ব্যাটিং ও রানিং করেছে। তবে অনুশীলনে বোলিং করেনি।
অপরদিকে আজ দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব। মূলত পরীক্ষার ইতিবাচক রিপোর্টের ওপর নির্ভর করছে সাকিবের মাঠে ফেরার বিষয়টি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন টাইগার হেড কোচ।
আরও পড়ুন: বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন ভারতের বোলিং কোচ
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমকে/এসএ