সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর বিভিন্ন কারণে তিনি রয়েছেন মাঠের ক্রিকেটের বাইরে। ঘরের মাঠে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত আর হয়নি তেমনটি। এবার আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। যেখানে তার নেতৃত্বে মঠে নামবে বাংলা টাইগার্স।
আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর থেকে পর্দা উঠছে আবুধাবি টি-১০ লিগের। যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামছে সাকিবের দল। নিজেদের প্রথম ম্যাচে মরিসভিল স্যাম্প আর্মিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলা টাইগার্স। ম্যাচটি শুরু হবে আজ রাত পৌনে ৮টায়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটত দল হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলা টাইগার্সকে।
টুর্নামেন্ট শুরুর আগে আজকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক পোস্ট করে সাকিবকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে বাংলা টাইগার্স লিখেছে, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বাংলা টাইগার্সের নতুন অধিনায়ক, সাকিব আল হাসানের সাথে। নতুন মৌসুমের প্রথম ম্যাচ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে মাত্র।’
আরও পড়ুন:
» মেসি নন, রোনালদোর অনুষ্ঠানে আজ ঝড় তুলতে আসছেন যিনি
» তামিমকে দলে ফেরাতে যে বিশেষ সুবিধা দিচ্ছে বিসিবি
সাকিবের দলে সতীর্থ হিসেবে আছেন সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। তাদের পাশাপাশি আরও থাকছেন ইফতেখার আহমেদ, দাসুন শানাকা, মোহাম্মদ শাহজাদের মতো তারকা ক্রিকেটাররা। সাকিবের নেতৃত্বাধীন দলটির স্লোগান হচ্ছে— চলো, শিকারে যাই।
বাংলা টাইগার্সের হয়ে মাঠে ফিরতে কঠোর প্রস্তুতি নিয়েছেন সাকিব আল হাসান। ফ্লাড লাইটের আলোয় ব্যক্তিগত ভাবেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে তাকে। এছাড়া জিম ও ফিটনেস ট্রেনিংয়ে রীতিমতো ঘাম ঝড়িয়েছেন এই টাইগার অলরাউন্ডার। আজ নিজেকে পুনরায় মেলে ধরতে মুখিয়ে থাকবেন সাকিব।
সরাসরি যেভাবে দেখবেন খেলা :
বাংলাদেশ থেকে ক্রিকেট ভক্তরা এই খেলা সরাসরি উপভোগ করতে পারবেন সরাসরি। এই ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ৩ চ্যানেলে। এছাড়া অনলাইন প্লার্টফর্ম ফ্যানকোড দেখাবে টি-টেন লিগের এই খেলা। স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করেও উপভোগ করা যাবে এই ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এফএএস