Connect with us
ক্রিকেট

মাত্র ১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড!

ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে দলীয় সর্বনিম্ন ইনিংসটি এতদিন অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের কাঁধে ছিল। গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৫ রানে অলআউট হয় বিগ ব্যাশের এ ফ্রাঞ্চাইজিটি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সর্বনিম্ন ২১ রান করে অলআউটের লজ্জার রেকর্ড গড়েছিল তুরস্ক।

এবার সেই লজ্জার রেকর্ড নিজেদের কাঁধে নিল ব্রিটেনের অন্তর্ভূক্ত দেশ আইল অব ম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্পেনের বিপক্ষে মাত্র ১০ রানে অলআউট হয়ে যায় দলটি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিপাক্ষিক এই সিরিজের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে আইল অব ম্যান। এদিন ৮ ওভার ৪ বলে তারা অলআউট হয়ে যায়। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যায় দলের ৭ ব্যাটার।

কামরানের হ্যাটট্রিকসহ ৪ রানে ৪টি ও মেহমুদও নেন ৪টি উইকেট। বাকি দুই উইকেট শিকারি লর্ন বার্নসের।

পরে স্পেনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ রানের। কোনো উইকেট না হারিয়ে দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্পেন। ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট