Connect with us
ক্রিকেট

সিলেট টেস্টে ৩২৮ রানে বাংলাদেশের লজ্জার হার

বাংলাদেশকে হারল শ্রীলঙ্কা। ছবি- ইএসপিএন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্যে গতকাল শেষ বিকেলে স্কোরবোর্ডে মাত্র ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল টাইগাররা। এতে করে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়েই চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। তবে দিনের দ্বিতীয় সেশনের খেলায় অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এতে করে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পেল নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একা লড়াই করা মমিনুল হক বিজয় সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মাত্র ১৮২ রানে বাংলাদেশ অলআউট হয়ে গেলে। এতে করে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী শ্রীলঙ্কা।

এদিন দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের ষষ্ঠ উইকেট হারিয়ে ফেললে একশ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মমিনুল হক। তাদের ৬৬ রানের জুটি সম্মানজনক হারের আশা জাগাচ্ছিল। তবে প্রথম সেশনেই মিরাজ সাজঘরে ফেরেন ৩৩ রান করে।

এদিকে উইকেটের অপরপ্রান্তে মমিনুলকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ ছিল না। তারপরও শরিফুল ইসলাম দীর্ঘ সময় টিকে ছিলেন উইকেটে। তাদের মধ্যকার ৪৭ রানের পার্টনারশিপ ভাঙ্গে শরিফুল ইসলাম আউট হলে। এরপর দ্রুত সময় রান তোলার চেষ্টা করেন মমিনুল। একথা থাকে নিজের ১৩তম টেস্ট শতকের দিকে। তবে অপরপ্রান্তে খালেদ আহমেদ এবং নাহিদ রানা টিকতে পড়েননি বেশি সময়।

শেষ পর্যন্ত ১ ছক্কা ও ২ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন মমিনুল হক। এর আগে দ্বিতীয় ইনিংসেও লঙ্কানরা ব্যাটিং বিপর্যয়ে পড়লে দলের হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিধদু মেন্ডিস । তাদের দুজনের দুই ইনিংসে মোট চার শতকে টাইগারদের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা। যা পূরণ করতে নেমে ১৮২ রানে আউট হয়ে যায় স্বাগতিকরা। 

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন: সাকিবের আইকনিক জার্সি তুলে রাখার কথা বললেন সাইফুদ্দিন

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট