Connect with us
ক্রিকেট

চেষ্টা করেও জেতাতে পারেননি শামীম, শুভসূচনা মিরাজদের

Shamim couldn't win for Chittagong despite trying
ব্যাট হাতে একাই লড়েছেন শামীম। ছবি- সংগৃহীত

২০২৫ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে হাই স্কোরিং পুঁজি গড়ে খুলনা টাইগার্স। এই ম্যাচে বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে দলকে ২০৩ রানের পুঁজি গড়তে সহায়তা করেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে চিটাগং কিংস। শামীমের ঝড়ো ইনিংসের পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় সমুদ্র পাড়ের দলটি।

বিপিএল-২০২৫ এর দ্বিতীয় দিনে আজ (মঙ্গলবার) মিরপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। যেখানে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে খুলনা। ব্যাট করতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন এবং বোসিস্টের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল পাহাড় গড়ে দলটি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।

মাঝের সময়টাতে শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ইনিংস জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত থামে ১৬৬ রানে। এতে করে জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়তে হয় এগারো বছর পর বিপিএলে আসা দলটির। ব্যাটারদের যাওয়া আশার মিছিলের মাঝে শামীমের ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস কেবলই রানের ব্যবধান কমিয়েছে।

আরও পড়ুন:

» বিপিএলে দেখা গেল ২০২৩ বিশ্বকাপের ‘টাইমড আউট’ স্মৃতি

» শরফুদ্দৌলা সৈকত : খেলোয়াড় থেকে আম্পায়ার

শেষ পর্যন্ত ৩৭ রানের জয় নিয়ে বিপিএলে শুভসূচনা করেছে খুলনা টাইগার্স। এদিকে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের বোলারদের উপর চড়াও হন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনই তুলে নেন ফিফটি। এটাই ছিল অস্ট্রেলিয়ার ওপেনার বোসিস্টোর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছিলেন অপরাজিত।

অন্যদিকে বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন অঙ্কন। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। চিটাগং কিংসের হয়ে ২টি করে উইকেট নেন আলিস আল ইসলাম এবং খালেদ আহমেদ।

২০৪ রানের বিশাল পাহাড় টপকাতে ভালো শুরুর দরকার ছিল চিটাগং কিংসের। ওসানে থমাসের প্রথম ওভারেই কিছুটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। নো এবং ওয়াইড মিলিয়ে ১ বলেই ১৫ রান তোলে মিঠুনের দল। পরে আর ৩ রান যোগ করতেই প্রথম ওভারের পঞ্চম বলেই মাত্র ১২ রান করেই নাঈম ইসলাম সাজঘরে ফেরেন। এরপরও চলতে থাকে উইকেট পতন।

৭৫ রানে ৮ উইকেট হারানোর পরে দলের ত্রাতা হয়ে ওঠেন শামীম হোসেন পাটোয়ারী। দলটির হয়ে ৩৮ বলে ৭টি চার ৫ ছক্কায় ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শামীম ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারে কেবল আর তিনজন ব্যাটার। তারা হলেন- নাঈম ইসলাম (১২), পারভেজ হোসেন ইমন (১৩), উসমান খান (১৮)।

শামীমের যোগ্য সঙ্গ না থাকায় দলটি ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে যায়। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আবু হায়দার রনি।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট