Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হালকা ভাবে দেখতে নারাজ শান মাসুদ

বাংলাদেশ দল নিয়ে কথা বললেন পাক অধিনায়ক। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে পাকিস্তান সফরে পৌঁছে নিজেদের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসের ২১ তারিখ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। যেখানে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকা ভাবে দেখতে নারাজ পাকিস্তানের নতুন টেস্ট কাপ্তান শান মাসুদ।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ও র‍্যাঙ্কিং সব দিক থেকেই এগিয়ে আছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ৫ম। এদিকে অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ২৫ শতাংশ। এছাড়া টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম অবস্থানে। যেখানে পাকিস্তান আরও তিন ধাপ এগিয়ে। তবুও বাংলাদেশ টেস্ট নিয়ে বেশ সিরিয়াস পাক অধিনায়ক।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘বাংলাদেশ দলে অসংখ্য খেলোয়াড় আছে, যাদের বিশ্বজুড়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। মূলত তারা বেশ অভিজ্ঞ একটি দল। আমরা এমন একটি উইকেট বানানোর চেষ্টা করব, যা আমাদের ঘরানার ক্রিকেটের সঙ্গে মিলে যায়। দেশের জন্য পজেটিভ ফলাফল আনার চেষ্টা করব। আমরা বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতিটাই নিয়েছি।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের কৌশল কেমন হবে তাও জানিয়েছেন তিনি, ‘টেস্টে এখন আক্রমণত্ব ক্রিকেট প্রচলিত বিষয়। তবে আমাদের দেখতে হবে কখন কী প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের পেতে আমাদের যে ঘরানার ক্রিকেট খেলা উচিত, আমরা সেটাই খেলব। হয়তো কখনও আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক। টেস্ট ক্রিকেটে মোমেন্টামের সাথে মানিয়ে নিতে হয়।’

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেন তিনি, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে আমাদের ম্যাচ জিততে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। তাই সকলের পজেটিভ ইনটেন্ট থাকা প্রয়োজন। এমন খেলা খেলতে হবে যাতে আমাদের দর্শকরা আনন্দ পায় এবং আমরা জয়। সবাই যাতে বলে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট করাচিতে। এরই মধ্যে টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বর্তমানে পূর্ব নির্ধারিত সূচির চার দিন আগে পাকিস্তান পৌঁছে গেছে বাংলাদেশ দল। সেখানে অতিরিক্ত তিনদিন অনুশীলনের সুযোগ পেয়েছে তারা।

আরও পড়ুন: পাকিস্তান সিরিজের দল ঘোষণা, সাকিবসহ আছেন যারা

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট