সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে সবশেষ বিপিএল থেকেই রানখরায় ভুগছেন এই টপ অর্ডার ব্যাটার। পাশাপাশি স্ট্রাইকরেটও যাচ্ছেতাই। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। প্রথমবারের মতো শান্তর নেতৃত্বে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে এখানেও ব্যর্থ শান্ত। দলের জন্য ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।
চলতি বিশ্বকাপে ৩ ইনিংসে ৫৬.৪১ স্ট্রাইক রেটে ৭.৩৩ গড়ে মোটে ২২ রান করেছেন শান্ত। তার এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়। তবে তার জাতীয় দলের সতীর্থ তানজিম সাকিবের বিশ্বাস ফর্মে ফিরবেন শান্ত।
শান্তর ছন্দে ফেরা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘শান্ত ভাই নিজেকে ছন্দে ফেরাতে খুব প্রাকটিসে কঠোর পরিশ্রম করছেন। উনি অনেক পরিশ্রমী মানুষ। জাতীয় দলে যারা খুব পরিশ্রম করে তাদের মধ্যে মধ্যে তিনি একজন। তিনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ। উনি রানে ফিরতে আপ্রাণ চেষ্টা করছেন।’
আরও পড়ুন:
» আইসিসির বিশেষ একাদশে সুযোগ পেলেন তিন বাংলাদেশী
» নেপালের কাছে হারলেও যেভাবে সুপার এইটে উঠবে বাংলাদেশ
শান্তর নেতৃত্বের প্রশংসা করে এই তরুণ পেসার বলেন, ‘অধিনায়ক হিসেবে শান্ত ভাই খুবই ভালো। তাকে আমাদের খুব ভালো লাগে। আমরাও তার অনেক প্রশংসা করি। উনি মাঠ ও মাঠের বাইরে সবাইকে অনেক আগলে রাখেন, গুছিয়ে রাখেন।আমার মনে হয় এটা খুব ভালো দিক।’
দলের অন্যান্য যে-সব ব্যাটাররা রান পাচ্ছেন না তারাও খুব শীঘ্রই রানে ফিরবেন বলে আশাবাদী সাকিব, ‘বিশ্বকাপের জন্য যাদের প্রস্তুত করা হয়েছে তারা বেস্ট চয়েজ। তারা শতভাগ দিতে পারলে ইনশাআল্লাহ (ভালো ফল পাওয়া যাবে)। ২-১ জন রান পাচ্ছে না, তারাও খুব চেষ্টা করছে। আমি আশাবাদী তারা খুব শীঘ্রই রানে ফিরবে। এটা দলের বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে নামি। আমাদের বিশ্বাস আছে কেউ না কেউ ভালো খেলা উপহার দেবে।’
আগামীকাল (১৭ জুন) ভোরে গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে নেপালকে হারালেই শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/বিটি