বর্তমানে তিন ফরমেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার ক্রিকেটার। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই দলের দায়িত্ব ছাড়তে চান তিনি। বিসিবি এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকবাজ।
প্রতিভাবান ক্রিকেটার হলেও নিজেকে ধারাবাহিকভাবে মেলে ধরতে পারছেন না এই টাইগার ক্রিকেটার। মূলত সে কারণেই অধিনায়কত্বের দায়িত্ব থেকে পরিত্রাণ পেতে চান তিনি। মনোযোগ দিতে চান নিজের পারফরমেন্সের দিকে। তবে নির্দিষ্ট কোন ফরমেটের দায়িত্ব ছাড়বেন নাকি সকল ফরমেট থেকেই সরে দাঁড়াবেন তা এখনো জানা যায়নি।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এক বিসিবি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সে আর দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান। এই প্রসঙ্গে শান্ত সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ক্রিকবাজকে জানান, ‘দেখা যাক কী হয়। কারণ এখনও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করা বাকি।’
আরও পড়ুন:
» চট্টগ্রাম টেস্টের দুই দিন বাকি: ৪ দিনের ম্যাচে মাঠে নেমেছেন জাকির
» তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে ঢাকার দল নিয়ে আশাবাদী সুজন
সংবাদমাধ্যমটি জানিয়েছে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে একাধিক বোর্ড কর্মকর্তার পরামর্শে চালিয়ে গিয়েছিলেন নিজের অধিনায়কত্ব। তবে এখন আর এই দায়িত্ব কাঁধে রাখতে রাজি নন শান্ত। যদিও ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি এই প্রসঙ্গে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সকল ফরমেটেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছিল। ৮ মাসের এই যাত্রায় মিশ্র অভিজ্ঞতা হয়েছে শান্তর। দলীয়ভাবে কিছু সাফল্য পেলেও ব্যক্তিগত পারফরমেন্সে মলিন ছিলেন এই টাইগার ক্রিকেটার। তবে এবার নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে অধিনায়কত্বের চাপ থেকে মুক্তি পেতে চায় তিনি।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এফএএস