ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে রীতিমত নাস্তানাবুদ হওয়ার পর টাইগারদের টার্গেট এবার টি-টোয়েন্টি সিরিজ। আর সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে ভারতের বিপক্ষে জয়ের আশা করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল রোববার গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। তার আগে অনুশীলনে উভয় দল। গতকাল গোয়ালিয়রে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শান্ত। যেখানে তিনি জানিয়েছেন ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারাতে চান তারা।
এদিকে গোয়ালিয়রে যেই মাঠে হবে খেলা, সেটি আছে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। তাই নতুন মাঠ কেমন হবে সেটা নিয়ে ধারণা নেয়ার চেষ্টা করেছেন শান্ত। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে–ই জিতবে। এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে।’
তবে পেশাদার দল হিসেবে দ্রুত যেকোনো উইকেটে মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘তবে গত কয়েকদিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক দল হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আশা করছি ভালো ক্রিকেট উপহার দিতে পারব।’
আগ্রাসি ক্রিকেট খেলে সিরিজ জিততে চান শান্ত। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুল থেকে শিক্ষা নিতে চান তারা, ‘সত্যি বলতে আমরা সিরিজটি জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ ছিল। আমরা যেটা কাজে লাগাতে পারিনি।’
আরও পড়ুন: ১৫ রানে বেশি করতে পারলো না কেউই, শুরুতেই হার ভারতের
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/এফএএস