Connect with us
ক্রিকেট

ঘুরে দাঁড়িয়ে এবার সিরিজ জেতার বিশ্বাস রাখতে চান শান্ত

Nazmul Hossain Shanto in Bangladesh team
নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর লম্বা সময় পরাজয়ের বৃত্তে আটকে ছিল বাংলাদেশ। তাই আফগান সিরিজে ভালো করবে টাইগাররা, এমন আশাই করছিল সকলে। তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে আফগানিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ম্যাচেই শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে শান্ত বাহিনী।

দীর্ঘদিন পর এমন জয়ে বেশ অনেকটাই স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। গতকাল রাতে স্বাগতিকদের ৯২ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর পর এবার সিরিজ নিজেদের করি নিতে চায় শান্তরা। ম্যাচ শেষে তাই গতকাল টাইগার অধিনায়ক বিশ্বাস রাখার কথা বলেছেন সিরিজ জয়ের।

গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ফলাফল নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যান করেছি, একজন আরেকজনকে বিশ্বাস করি, তাহলে সিরিজ জেতা সম্ভব। আমি আসলে ফলাফলে বিশ্বাস করি না, প্রসেস যদি ঠিক থাকে প্লেয়াররা যদি শতভাগ মাঠে দেয়, তাহলে আমরা বেশিরভাগ ম্যাচ জিতব।’

গতকালের ম্যাচ নিয়ে শান্ত বলেন, ‘ম্যাচ কঠিন ছিল, তবে সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালো ভাবে শেষ করতে পারব। সবচেয়ে ভালো লেগেছে আগের দিন যেই প্ল্যানটা করেছি, সবাই তা দারুনভাবে পালন করেছে। খুবই খুশি যে সবাই প্রসেসটা অনুসরণ করেছে। এই প্রচেষ্টা ধরে রাখতে পারলে ভালো খেলার ধারাবাহিকতা আসবে।’

আরও পড়ুন:

» লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা

» নাসুমের অসাধারণ কামব্যাক নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

নিজেদের সামর্থ্য আছে বলে মনে করেন শান্ত। তাই নিয়মিত ম্যাচ জিততে আত্মবিশ্বাস রাখার কথা জানান তিনি, ‘আমরা যেমন দল, তেমন ভালো করতে পারছি না হয়ত। তবে আমাদের সামর্থ্য আছে। আমাদের বোলিং বিভাগ রয়েছে, আমরা যদি তাদের কম রানে আটকে দেই তাহলে তাদের রুখে দেয়ার সামর্থ্য আছে। শুধু নিয়মিত জয়ের সেই আত্মবিশ্বাসটা দরকার।’

আগামীকাল সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিকেল ৪ টায় শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। সিরিজে ১-১ সমতা থাকায় সেদিন যারা জিতবে তারাই তুলে ধরবে ট্রফি।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট