ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে চেন্নাইয়ের উইকেট আলোচনায় ছিল। কি ধরনের উইকেট হবে তা নিয়ে বেশ চিন্তিত ছিল বাংলাদেশ। একাধিক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ারও পরিকল্পনা করেছিল ভারত। তবে তার উল্টো চিত্র দেখা গেলো টসের পরে। টসে জিতেই ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ- ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর্দা উঠে। ভারতের ফাঁদে পা না দিয়ে টসে জিতেই ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত। শান্তর এই সিদ্ধান্তে চমকে উঠে সবাই।
চেন্নাইয়ে টসে জিতে ব্যাটিং করা প্রথায় পরিণত হয়েছিল। যেই দলই টসে জিতে, সেই দলই ব্যাটিং করার সিধান্ত নেয়। কিন্তু নাজমুল হোসেন শান্ত দীর্ঘ ৪২ বছরের এই রীতি ভেঙে দেন।
আরও পড়ুন: দুই ক্রিকেটারকে মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিসিবি
এর আগে চেন্নাইয়ে কোনো অধিনায়ক ১৯৮২ সালে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। ওইবার এমন সাহসিকতা দেখিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক কিথ ফ্লেচার। ভারতের সুনীল গাভাস্কার-কপিল দেব-রবি শাস্ত্রীদের মতো খেলোয়াড়দের বিপক্ষে সেই টেস্ট ড্র করেছিল ইংলিশরা।
সে সময় দীর্ঘ ৯০ বছরের টেস্ট ইতিহাসে চেন্নাইয়ের এ ভেন্যুটিতে টস জিতে বোলিং নেয়ার প্রথম ঘটনাও ছিল সেটি। নাজমুলের আজকের সিদ্ধান্তটি দ্বিতীয়।
অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, আজ তিনিও টস জিতলে ফিল্ডিং নিতেন।
ব্যাটিংয়ে নেমেই হাসান মাহমুদের তোপের মুখে পড়ে ভারত। দিনের প্রথম ১০ ওভারেই মাত্র ৩৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৪৬ রানে ৬ উইকেট হারায় ভারত। হাসান মাহমুদ ১১ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন নাহিদ রান ও মেহেদী হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/এইচআই