Connect with us
ক্রিকেট

বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ায় হতাশ শান্ত

Bangladesh match abandoned
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত। ছবি- ক্রিকইনফো

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের। আজ নিজেদের নিয়ম রক্ষার শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল টাইগারদের। শেষ ম্যাচ জিতে কিছুটা সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে চাইছিল শান্ত বাহিনী। তবে এবার সেটাও হতে দিলো না বেরসিক বৃষ্টি। গোটা ম্যাচ হয়ে গেল পরিত্যক্ত।

রাওয়ালপিন্ডিতে গত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে থেকে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। দুপুর গড়াতেই শুরু হয় আবারও বৃষ্টি। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। এদিকে শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় হয়নি ম্যাচের টসও। অবশেষে ঘোষণা আসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেসে যাওয়ার।

শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রচারকারী মাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই এটা (ম্যাচ পরিত্যক্ত) অনেক হতাশার। তবে আমরা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা আজ এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, তবে বৃষ্টির কারণে সেটা আর হয়ে উঠল না।’

আরও পড়ুন:

» যে ম্যাচ খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলেন মিচেল স্টার্ক

» যে ম্যাচ খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলেন মিচেল স্টার্ক

বৃষ্টির কারণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর তিনি বলেন, ‘এখানে গেল বেশ কিছুদিন যাবতই বৃষ্টি হচ্ছিল। তবে এখানে আমাদের করার কিছু নেই। জাতি অনেক বেশি প্রত্যাশা করেছিল আমাদের কাছ থেকে। তবে আমরা সে অনুযায়ী পারফর্ম করতে পারলাম না।’

উল্লেখ্য, শিরোপা জয় প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেও তার ধারে কাছেও যেতে পারেনি টাইগার ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচেও খেলা হলো না শান্তদের।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট