টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছিল নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে তিন ফরমেট থেকে দায়িত্ব ছাড়ার পরিকল্পনা করছেন নাজমুল হোসেন শান্ত। যদিও সব কিছু যেন গুঞ্জন হয়েই থেকে যাচ্ছিল। তবে এবার নতুন বছরের শুরুতেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
অবশ্য সকল ফরমেট থেকে নয়। কেবল সংক্ষিপ্ত ফরমেটের টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন শান্ত। তবে ওয়ানডে এবং টেস্ট ফরমেটে নিজের অধিনায়কত্বের দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি। এই বিষয়ে ইতোমধ্যেই বিসিবির সঙ্গে কথা হয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ।
বিসিবির শীর্ষ এক কর্মকর্তার উদ্ধৃত দিয়ে ক্রিকবাজ জানায়, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে।’
আরও পড়ুন:
» কোচ হিসেবে বাফুফের পছন্দের তালিকায় আছেন যারা
» জয়সওয়ালের আউট: স্নিকো প্রযুক্তির সীমাবদ্ধতা
এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কুচকির ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গিয়েছিলেন শান্ত। তখন তার জায়গায় সাদা বলের ক্রিকেটে দায়িত্ব সামলান মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস। সেসময় ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
তাই টি-টোয়েন্টিতে শান্তর পর নেতৃত্বের দায়িত্বে কিছুটা হলেও এগিয়ে থাকবেন লিটন। যদিও সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং ফর্ম নেই খুব একটা ভালো অবস্থানে। ব্যাটে পাচ্ছেন না রানের দেখা। উইকেটের পেছনে দাড়িয়ে দলকে দারুণ ভাবে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছেন এই টাইগার ক্রিকেটার। বিপিএলে এসে কিছুটা রান পেলেও স্ট্রাইকরেট নিয়ে রয়েছে প্রশ্ন।
তবে ধারণা করা হচ্ছে ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকলেও টি-টোয়েন্টির নেতৃত্বের ফেরানো হতে পারে লিটন দাসকেই। যার কারণ হতে পারে দলকে নেতৃত্ব দেওয়ার সময় তার কৌশলী মানসিকতা এবং ফিল্ডিং প্লেসমেন্টে দক্ষতার ছাপ রাখা। এছাড়া নির্দিষ্ট সময়ে উপযুক্ত বোলার ব্যবহার করার সুনাম রয়েছে তার স্বল্প সময়ের অধিনায়কত্বের ক্যারিয়ারে।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/এফএএস