Connect with us
ক্রিকেট

ভুল সিদ্ধান্তে ভারতের কাছে হেরেছে শান্তরা, বললেন আশরাফুল

Muhammad Ashraful talk about Bangladesh decision
বাংলাদেশ দলের সিদ্ধান্ত নিয়ে কথা বললেন আশরাফুল। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় প্রত্যাশা নিয়ে খেলতে গেলেও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। এদিন ব্যাটিংয়ে টপ অর্ডারদের ব্যর্থতা তাওহীদ হৃদয় ও জাকের আলি অনেকটা মিটিয়ে দিলেও বোলাররা হয়েছেন পুরোপুরি ব্যর্থ। আর টাইগারদের এই বোলিং সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন মোহাম্মদ আশরাফুল।

অন্যান্য সকল ক্রিকেট বিশ্লেষকদের মতো তিনিও সব থেকে বেশি অবাক হয়েছেন ভারত ম্যাচের নাহিদ রানাকে না খেলানোয়। এছাড়া সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করার ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি টাইগার অধিনায়ক, এমনটাই মনে করেন সাবেক এই ক্রিকেটার।

দেশের এক সংবাদ মাধ্যমকে এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। যেখানে নাহিদ রানার প্রসঙ্গে তিনি বলেন, ‘নাহিদ রানাকে খেলানো হয়নি, এখানেই সবথেকে বেশি অবাক হয়েছি। কারণ বর্তমান সময়ে বিশ্বের দ্রুততম চার-পাঁচটা বোলারের মধ্যে সে একজন।’

আরও পড়ুন:

» ভারত হারবে পাকিস্তানের কাছে, বলছেন ভারতীয় ধর্মগুরু

» সেমির আশা বাঁচাতে এবার ভারতকে সমর্থন দেবে বাংলাদেশ!

এছাড়া বোলিং অ্যাটাকে ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করেন আশরাফুল, ‘তানজিম সাকিব নতুন বলে যতটা কার্যকরী, পুরানো বলে ততটা নয়। তবে তাকে নতুন বলে বল করানো হয়নি। আবার আমরা জানি মুস্তাফিজুর রহমান পুরানো বলে বেশি কার্যকরী। আমার মনে হয় এখানে সিদ্ধান্ত নিতে ভুল করা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হয়ে যায়নি বাংলাদেশের সম্ভাবনা। সেমিতে খেলার সুযোগ এখনও টিকে রয়েছে টাইগারদের। শান্তদের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট