বৃষ্টি বাধার পর ম্যাচটি ছিল মাত্র আড়াই দিনের। সেই ম্যাচেও বড় ব্যবধানে হার সঙ্গী হলো বাংলাদেশের। কানপুর টেস্টেও পারলো না শান্ত-মিরাজরা। চেন্নাই টেস্টের মতো কানপুরে ব্যর্থ টাইগাররা। কানপুরে টাইগারদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো রোহিত-কোহলিরা।
এর আগে চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজে শান্ত বাহিনীকে ধবলধোলাই করলো রোহিতরা। দ্বিতীয় ইনিংসে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আর অপরপ্রান্তে অভিজ্ঞ বিরাট কোহলি সহজেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান।
আরও পড়ুন :
» দীর্ঘদিন পর ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে খুশি বিসিবি
» বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি : পাকিস্তানকে হারানোর মুহূর্ত (ভিডিও)
প্রায় আড়াই দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন কানপুর টেস্ট হবে ড্র। তবে ব্যাতিক্রমী চিন্তা করা ভারত নামে জয়ের আশায়। ভিন্ন কৌশলে সেই পথে সফল স্বাগতিকরা।
সোমবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের পরেই বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৫ ওভার ব্যাটিং করেই বাংলাদেশের ২৩৩ রান টপকে ৫২ রানের লিড নিয়ে নেয় ভারত। এদিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৫ম দিন মাঠে নেমে হারের বদলে ড্র আনতে চেয়েছিলেন টাইগার ব্যাটাররা। কিন্তু সহায় হয়নি।
ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজন মিলে ৫৫ রানের জুটি গড়েন। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ফিফটি করেন সাদমান। পরে ৯১ রানে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন হলে সেখান থেকেই বাংলাদেশের ধসের শুরু। লিটন ১ সাকিব শূন্য করে ফেরেন। এরপর যা হওয়ার তাই হয়েছে। কানপুরেও লজ্জার হার সঙ্গী করে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : প্রথম ইনিংস— ২৩৩/১০ দ্বিতীয় ইনিংস— ১৪৬/১০
ভারত : প্রথম ইনিংস— ২৮৫/৯ ডি. দ্বিতীয় ইনিংস— ৯৮/৩
ফলাফল : ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : যশস্বী জয়সওয়াল (ভারত) ৭১ ও ৫১ রান
সিরিজ সেরা : রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ১১৪ রান-১১ উইকেট
ক্রিফোস্পোর্টস/১ অক্টোবর ২০২৪/এসএ