Connect with us
ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত

Nazmul Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দলে নেই নিয়মিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মূলত সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। এবার বড় দুঃসংবাদ পেলেন তিনি। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই নাজমুল শান্তকে। কেননা এই টাইগার যেই ইনজুরিতে পড়েছেন তা সেরে উঠতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগবে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া একই ধরনের কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

শান্তর চোট প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘গতকাল রবিবার শারজাহতে শান্তর একটা এমআরআই করানো হয়েছে। হেই রিপোর্ট আমাদের হাতে এসেছে। যেখানে দেখা যায় তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো আছেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না সে।’

সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দলের রওনা দেওয়ার কথা থাকলেও শান্ত দেশে ফিরবেন পুনর্বাসন প্রক্রিয়া সারতে। দুই সপ্তাহ পর পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে নাজমুল শান্তর অবস্থা খতিয়ে দেখবে বিসিবি। এদিকে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ৪ ডিসেম্বর।

আরও পড়ুন:

» প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়ার দিনেই কীর্তি গড়লেন মিরাজ

» টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়কসহ একাদশে ২ পরিবর্তন

এরপর তিন দিনের বিরতি দিয়েই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রাথমিক ধারণা অনুযায়ী টেস্ট সিরিজ খেলা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে শান্তর জন্য। তাই লক্ষ্য থাকবে দ্রুত সুস্থ হয়ে ওয়ানডে সিরিজের প্রথম থেকেই দলের সঙ্গে যুক্ত হওয়ার। গেল দুই ম্যাচে ব্যাটে ভালো রান পাওয়া শান্ত কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন সময়ের ব্যাপার।

প্রসঙ্গত, চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ফিল্ডিং করার সময় কুঁচকির চোট পেয়েছিলেন শান্ত। নাসুম আহমেদের ডেলিভারিতে রহমত শাহর কাভার ড্রাইভ বল ঠেকাতে গিয়ে ঘটে এমন ঘটনা। পরবর্তিতে ফিজিওর সেবা শুশ্রূষাতেও খুব একটা ভালো অনুভব না করলে মাঠ ছেড়ে উঠে যান শান্ত। ম্যাচের বাকি সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট