Connect with us
ক্রিকেট

অলিখিত ফাইনালের আগে শেষ মুহুর্তে ছিটকে গেলেন শান্ত

Nazmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আজ (সোমবার) বিকালে শারজাহ তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে চোটের কারণে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচে দর্শক হিসাবেই থাকতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ রান স্কোরার এই ব্যাটারকে।

গত (শনিবার) আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে শারজায় মাঠে নেমেছিল বাংলাদেশ। সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত। শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পান এই অধিনায়ক। এ দিন শান্তর অনুপস্থিতে বাকি সময় দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ।

আফগানদের বিপক্ষে শেষ ম্যাচের আগে গতকালই এমআরআই করিয়েছিলেন শান্ত। এই টেস্টের রিপোর্টের ওপর নির্ভর করছিল আজকের ম্যাচে এ ব্যাটার থাকবেন কি-না। তবে রিপোর্টে গুরুতর চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচ মিস করবেন টাইগার এই ব্যাটার । শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিটকে যেতে পারেন তিনি। শান্তর পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন জাকির হোসেন। এর আগে জাতীয় দলে একটি ম্যাচেই খেলেছিলেন এ ব্যাটার।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে ৪৭ রান এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন তিনি। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শান্তর অনুপস্থিতি বাংলাদেশকে কতটা ভোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচে ৯১ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে সিরিজে সমতায় ফিরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকেল ৪ টায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ ডি মারিয়ার জোড়া গোলে পোর্তোকে হারালো বেনফিকা

ক্রিফোস্পোর্টস/১১ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট