Connect with us
ক্রিকেট

আজ বিকালে মাঠে নামবে শান্তরা, যেভাবে দেখবেন খেলা

Bangladesh and India captains meet
বাংলাদেশ এবং ভারতের অধিনায়ক। ছবি- সংগৃহীত

শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতামূলক আরেকটি নতুন আসর। পাকিস্তানের মাটিতে এবার অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বৈশ্বিক এই টুর্নামেন্টের। যেখানে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের প্রত্যাশার কথা বলে গিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই লক্ষ্যে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, টাইগারদের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে খেলা হবে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

যেভাবে দেখবেন খেলা:

চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন নাগরিক টিভিতে। এর বাইরে অনলাইনেও থাকছে খেলা দেখার সুযোগ। দেশের ডিজিটাল প্লাটফর্ম ‘টফি’ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম ‘আইসিসি টিভিতে’ বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।


আরও পড়ুন:

» পাকিস্তানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নিরাপত্তা নিয়ে বাড়ল চিন্তা

» এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল


বাংলাদেশ স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট