Connect with us
ক্রিকেট

ফলোঅনে পুনরায় ব্যাটিংয়ে শান্তরা, জেগেছে হোয়াইটওয়াশের শঙ্কা

Bangladesh vs South Africa test
বাংলাদেশের উইকেট পতন। ছবি- ক্রিকইনফো

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন এসে ফলোঅনে পড়েছে বাংলাদেশ দল। যে উইকেটে প্রথম দুইদিন দারুন ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা, সেই একই উইকেটে কোনরকম সুবিধাই নিতে পারেনি টাইগার ব্যাটাররা। এতে ৪১৬ রানে পিছিয়ে থেকে আরও একবার ব্যাটিংয়ে নামল শান্তরা; জেগেছে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।

চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করে প্রোটিয়ারা। প্রথম প্রায় পাঁচ সেশন তারা আধিপত্য বিস্তার করে খেলে টাইগার বোলারদের। ৫৭৫ রানের পেশাল সংগ্রহের পর ৪ উইকেট হাতে থাকতে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষ সময় মাত্র ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলায় নিজেদের বাকি ৬ উইকেট বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শান্ত বাহিনী। নিজেদের প্রথম ইনিংসে মমিনুল হক ছাড়া আর তেমন কেউ প্রতিরোধ গড়তে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই তাইজুল ইসলামের সঙ্গে তার শত রানের জুটির পরেও মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: 

» পাকিস্তান সফরে থাকাকালীন স্টোকসের বাসায় লুটপাট

» সাফের অর্জন দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা

» ক্রিকেটে ফলো-অন হলে কী হয়?

এতে বড় ব্যবধানে পিছিয়ে থেকেই ফলোঅনে পড়েছে টাইগাররা। পুনরায় ব্যাটিং করতে নেমেও নিজেদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি শান্ত বাহিনী। দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশের দুই ওপেনার ফিরে গেছেন সাজঘরে। ফলস্বরূপ ইনিংস ব্যবধানে হারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। 

এদিন বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময় একমাত্র মমিনুল হক ছাড়া তেমন কেউ সুবিধা করতে পারেননি। দিনের শুরুতেই ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ কিংবা অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন কেউই ধরতে পারেননি দলের হাল। তবে বিপর্যয়ের সময় মমিনুল খেলেন ৮২ রানের একটি দারুন ইনিংস। 

এর আগে দ্বিতীয় দিনের খেলায় সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান টিকতে পারেননি বেশি সময়। আজ তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ফলোঅনে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেননি তারা। মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে শান্ত বাহিনী। বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ৩৭৩ রানের বড় ব্যবধানে; হাতে আছে মাত্র ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর–

দক্ষিণ আফ্রিকা–
১ম ইনিংস: ৫৭৫/৬ (ডি)  

বাংলাদেশ–
১ম ইনিংস: ১৫৯/১০
২য় ইনিংস: ৪৩/৪

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট