ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ছিল বাংলাদেশ দল। তবে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ে টাইগাররা। তাই এবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে চট্টগ্রামে কঠোর অনুশীলন করছে শান্ত বাহিনী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট খেলতে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর টেস্ট শেষে গতকাল চট্টগ্রামে পৌঁছেছে উভয় দল। চট্টগ্রাম টেস্ট সামনে রেখে আজ থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।
এদিন চট্টগ্রামের ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছে টাইগাররা। কেননা ভারত সফরের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় হিমশিম খেয়েছে শান্ত-মমিনুলরা। এছাড়া দলের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। নতুন কোচ ফিল সিমন্স প্রত্যক্ষ করেছেন নয়া শিষ্যদের অনুশীলন।
আরও পড়ুন:
» টেস্ট চ্যাম্পিয়নশিপ : যে সমীকরণ মেলালে ফাইনালে যাবে ভারত
» বাফুফের নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা বিসিবির
এছাড়া চলমান সিরিজ শেষে নেতৃত্ব ছাড়তে যাওয়া নাজমুল হোসেন শান্ত এদিন নিজের ব্যাটিং নিয়ে ছিলেন বাড়তি মনোযোগী। অধিনায়কত্বের ভার নেওয়ার পর থেকে গেল ৮ মাসে নিজেকে তেমন একটা মিলে ধরতে পারেননি শান্ত। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছাড়ার কথা বোর্ডকে জানিয়েছেন তিনি।
এছাড়াও এদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানাসহ আরও একাধিক ক্রিকেটার। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৪/এফএএস