
কত আবেগের, বক অপেক্ষার টুর্নামেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ বছর পর আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের স্থায়ীত্ব মাত্র ৪ দিন! ভারতের বিরুদ্ধে ২০ তারিখের ম্যাচে হার, আর ২৪ তারিখ নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায়। শেষ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতা।
গতকাল রাতে কিউইদের বিপক্ষে হারের পর টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সহজ স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন আমরা একই ভুল বারবার করছি।

গতকাল সর্বোচ্চ রানের ইনংস খেলেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে ম্যাচের একটু মোমেন্টেও নিজেদের দাপট দেখাতে পারেনি।ব্যাটি-বোলিং-ফিল্ডিং সব ক্ষেত্রে হতাশার পারফর্ম্যান্স ছিল চোখে পড়ার মতো।হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন এলোমেলো ক্রিকেটের কথা।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ম্যাচসহ আজকের খেলা (২৫ ফেব্রুয়ারি ২৫)
» ‘ডট বল’ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি পার করে দিচ্ছে বাংলাদেশ!
» চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ, সঙ্গী পাকিস্তান
আক্ষেপ করে শান্ত বলেন, আমরা বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে।
‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে। বলে মন্তব্য করেন শান্ত।

একবুক হতাশা নিয়েই ফিরবে বাংলাদেশ দল।
এরপর শান্ত বলেন, বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।
ভারতের কাছে হারে শুরু এরপর দ্বিতীয় ম্যাচেও একই ফল। বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশের। সঙ্গী হয়েছে পাকিস্তানও। তাই এই দুদলের ম্যাচটি হবে নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল।
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/এজে
