লজ্জা, লজ্জা, লজ্জা! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির তৈরি হলো গতকাল রাতে। আর মাত্র দিনকয়েক পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসর সামনে রেখে নবাগত দল যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই লজ্জার মধ্যেও আগামী ম্যাচ ভালো করার কথা বললেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়। সেখানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। আর অজুহাত খুঁজছে টাইগাররা।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন থামছেই না। এই ব্যর্থতাকে অব্যাহত রেখেছে বাংলাদেশের ব্যাটাররা। যুক্তরাষ্ট্রের মত দলের বিপক্ষে মাত্র ১৪৫ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। শেষ ১৮ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ছিল পাঁচটি উইকেট। এমন একটা সহজ ম্যাচ হারিয়েই ছাড়লো বাংলাদেশি ব্যাটাররা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশী ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত বলেন, ‘এটা খুবই হতাশাজনক। মাঝখানে আমরা উইকেট হারিয়েছি। আমি মনে করি ওইখানেই আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। ‘
আসন্ন বিশ্বকাপে এই সিরিজ হারের পর কতটুকু আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে বাংলাদেশ? এ সম্পর্কে শান্ত বলেন, ‘হ্যাঁ, আমরা ভালো খেলিনি। আমাদের হাতে আরো একটি ম্যাচ আছে। সিরিজের শেষ ম্যাচে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।’
বাংলাদেশী ক্রিকেটারদের স্কিলের বা সামর্থের ঘাটতি স্বীকার করতে নারাজ বাংলাদেশের দলপতি। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দক্ষতার কোন সমস্যা নেই। আমাদের মানসিকতা এবং মাইন্ডসেট পাল্টাতে হবে। আগের দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।’
আগামী ২৫ শে মে হোয়াইটওয়াশ বাঁচাতে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে।
আরও পড়ুন: হায়দরাবাদ-রাজস্থান জমজমাট ম্যাচসহ আজকের খেলা (২৪ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এইচআই/এজে