Connect with us
ক্রিকেট

এক ম্যাচ জিতেই হাওয়ায় ভাসতে নারাজ শান্ত

Najmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ পরাজয়ের পর শেষ ম্যাচে জয় পেলেও এবার টি-টোয়েন্টিতে জয় দিয়েই সিরিজ শুরু করল টাইগাররা। এর আগে ঘরের মাঠে প্রথমবারের মতো কিউদের টেস্টে ধবল ধোলাই করেছিল বাংলাদেশ। এতসব অর্জন এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হয়ে এসকল প্রাপ্তির পরও পাঁ মাটিতেই রাখতে চান শান্ত। পরবর্তী দুই ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখতে চান তিনি। কিউইদের বিপক্ষে জয়ের পরও তাদের জন্য সমীহ শোনা যায় শান্তর কন্ঠে। অধিক আত্মবিশ্বাসী হয়ে কোন প্রকার ভুল করতে চায় না টিম বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর অবশ্য বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক। নিজের অনুভূতির কথা জানাতে শান্ত বলেন, ‘খুবই রোমাঞ্চিত এবং গর্বিত যেভাবে আমরা খেলেছি। খুব গুরুত্বপূর্ণ এই দলের খেলোয়াড়রা দ্রুতই শিখতে পারে। নতুন বলে শরিফুল, সাকিব খুব ভালো করেছে। শেখ মেহেদীও ভালো বল করেছে।’

চ্যালেঞ্জিং এমন কন্ডিশনে ম্যাচ জয়ের পরও নিজেদের আত্মবিশ্বাসের পারদ নাগালেই রাখছেন টাইগার কাপ্তান শান্ত, ‘এধরনের কন্ডিশনে এমন ধরনের দলের বিপক্ষে খেলাটা আসলেই অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম, যখন তাদেরকে অল্প রানেই আটকে দিয়েছিলাম। বাকি কাজ ব্যাটাররাই করেছে।’

সিরিজে এখনো দুই ম্যাচ বাকি, তাই খুশি থাকতে নারাজ তিনি। বলেন, ‘এখন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও ভালো খেলা খুব গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন আত্মবিশ্বাসী। তবে আমাদের আবারো নতুন করে পরিকল্পনা করতে হবে পরবর্তী ম্যাচের জন্য। আমি আশা করি, সবাই তাদের কাজটা ঠিকভাবে করবে।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় বেলা দুপুর ১২ টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স।

আরও পড়ুন:শান্তর অধিনায়কত্বের প্রশংসা করলেন মাশরাফি

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এসএফ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট