Connect with us
ক্রিকেট

শান্ত দিলেন উড়ার বার্তা, মিরাজ-ইমনরা চাইলেন দোয়া

Nazmul Hossain Shanto and Mehidy Hasan Miraz in Flight
ফ্লাইটে শান্ত এবং মিরাজ। ছবি- ফেসবুক

গতকাল মধ্যরাতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন টাইগার ক্রিকেটাররা। বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্ত বাহিনীর চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।

দেশ ছাড়ার আগে সর্বশেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুনিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। তাই বাংলাদেশ দলের কাছ থেকেও বড় প্রত্যাশা ভক্ত সমর্থকদের। এবার নতুন করে উড়ার বার্তা দিলেন কাপ্তান শান্ত। অপরদিকে দোয়া চাইলেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ ইমনরা।

গতকাল মধ্যরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার পর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমন নানা বার্তা দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। ফ্লাইটে থাকা অবস্থায় নিজের এক ছবি ফেসবুকে পোস্ট করে শান্ত লিখেছেন, ‘ইতোমধ্যে তোমার ডানা রয়েছে, এখন কেবল উড়ার পালা।’


আরও পড়ুন:

» ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জিতল না কেউ, বাড়ল অপেক্ষা

» আইপিএল শুরুর দিনক্ষণে আসছে পরিবর্তন!


অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং পাওয়ার হিটার ওপেনার পারভেজ হোসেন ইমন নিজেও ফেসবুকে পোস্ট করেছেন ভক্তদের উদ্দেশ্যে। যেখানে তারা উভয়েই দোয়া চেয়েছেন দেশের ক্রিকেট সমর্থকদের কাছে। এরপর আজ সকালে নিজের এক ছবি পোস্ট করে মাঠে গর্জে ওঠার বার্তা দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি প্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। এদিকে বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও থাকছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট