প্রথম ইনিংসে ফুলটস বলে বাজেভাবে আউট হয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দ্বিতীয় ইনিংসে সে সমালোচনা যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন শান্ত। ১৯২ বলে শতক হাঁকানোর পাশাপাশি বাংলাদেশের হয়ে গড়লেন এক বিরল কীর্তি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের দ্বিতীয় ইনিংসে ৬৭.২ ওভারে সংগ্রহ ২০৪ রান। নাজমুল হোসেন শান্তর দল সব মিলিয়ে এখন ৭ উইকেট হাতে রেখে ১৯৭ রানের লিডে আছে। অর্থাৎ এখন ম্যাচে চালকের আসনে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৬ রান তুলতেই দুই ওপেনার জাকির হোসেন ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পরে যায় স্বাগতিকেরা।
৩ নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ফলস্বরূপ, স্বস্তিদায়ক অবস্থানে থেকে চা বিরতিতে যায় স্বাগতিকেরা। মুমিনুল-শান্তর জুটিটি এগোচ্ছিলো বেশ ভালোভাবেই। কিন্তু ৪১ তম ওভারে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় মুমিনুলকে। ফলে শান্ত-মুমিনুলের ৯০ রানের দুর্দান্ত জুটিটি ভেঙে যায়। মুমিনুল করেন ৪০ রান। বাকিটা সময়ে আর কোনো উইকেট না হারিয়ে মুশফিককে সাথে করে নিরাপদে পার করেন শান্ত।
এর আগে শুরুতে ইনিংসের ১৩ তম ওভারে এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউতে কাটা পরেন ওপেনার জাকির হোসেন। ৩০ বলে ১৭ করে সাজ ঘরে ফেরেন তিনি। এছাড়া ফর্মে থাকা আরেক ওপেনার জয়ও দেখে শুনে শুরু করলেও ৪৬ বলে ৮ রান করে দূর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন প্রথম ম্যাচে ৮৬ রান করা এই ব্যাটসম্যান।
আরও পড়ুন: নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলবে উগান্ডা, জিম্বাবুয়ের বিদায়
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এমএস/এমটি