শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। পাশাপাশি মিডল অর্ডারে লিটন-দীপুরা আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি। ব্যাটারদের এই ব্যর্থতার দিনে বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা মুশফিককে মিস করছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নতুন কিছু নয়। তবে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে দারুণভাবে ব্যাট করে দলকে বহুবার বিপদ থেকে রক্ষা করেছেন মুশফিক। তবে এই সিরিজে মুশফিজের সঙ্গ পাচ্ছে না শান্ত-মুমিনুলরা। কেননা আঙুলের চোটে পড়ে আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন মি। ডিপেন্ডেবল।
শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮০ রানে রুখে দিয়েও লিড নিতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের বব্যর্থতায় ১৮৮ রানেই গুটিয়ে গিয়েছে টাইগাররা। তবে মুশফিক থাকলে হয়তো এদিনও ঘুরে দাড়াতে পারতো শান্তরা। তাইতো টাইগারদের এই ব্যাটিং ব্যর্থতার দিনে অভিজ্ঞ মুশফিককে স্মরণ করছেন ডেভিড হেম্প।
আজ (২৩ মার্চ) দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেম্প বলেন, ‘যেকোনো দলে অভিজ্ঞ কেউ না থাকাটা ক্ষতিকর। তবে মুশফিকের জায়গায় খেলা শাহাদাত দিপুর জন্য জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে দিপুর ফুট মুভমেন্ট, অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং মুভমেন্টও ভালো ছিল। এটা ভালো লক্ষণ। দলে সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কি হবে সেটাও ভাবা দরকার। তবে কখনো না কখনো এটা তো হবেই। তাই মুশফিকের মতো অভিজ্ঞ কারও অনুপস্থিতি অবশ্যই আমাদের ভোগাচ্ছে। তবে এগুলো মেনেই এগোতে হবে।’
ব্যাটিংয়ে কম সময় দেওয়ার কারণেই কি ব্যাটাররা লাল বলে ব্যর্থ ? এমন প্রশ্নের জবাবে হেম্প বলেন, ‘ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু তারা খেলছিল। টেস্টের আগে লাল বলে অনুশীলন হয়েছে। লাল বল সাদা বল তো রঙের পার্থক্য শুধু। তাছাড়া তারা তো খেলার মধ্যেই ছিল। দিনশেষে প্রস্তুতিটাই বেশি প্রাধান্য পায়।’
সিলেটে দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১১৯ তুলেছে লঙ্কানরা। সবমিলিয়ে ২১১ রানে এগিয়ে রয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। আগামীকাল (রবিবার) তৃতীয় দিনের লঙ্কানদের দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: ব্যাটারদের ব্যর্থতার পর দ্রুত ৫ উইকেট তুলে নিয়েছে বোলাররা
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমটি