Connect with us
ক্রিকেট

৬০ দলের অধিনায়ককে শপথ বাক্য পাঠ করালেন শান্ত

Nazmul Hossain Shanto and third division cricketer
তৃতীয় বিভাগ ক্রিকেটারদের সঙ্গে শান্ত। ছবি- সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের তৃতীয় বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। দীর্ঘ এক দশকের বিরতির পর এবার ২০২৪-২৫ মৌসুমে শুরু হতে যাচ্ছে এই বিভাগের খেলা। যা মাঠে গড়াবে আগামী ১০ মার্চ।

আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্যান্য পরিচালকরাও উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ৬০ দলের অধিনায়কও ছিলেন জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে।

গেল এক দশক ধরে ঠিক ভাবে আয়োজন হচ্ছিল না এই তৃতীয় বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্ব। হলেও দুই-তিন দল অংশ নিত, আর বাকি অনেক দল অতিরিক্ত এন্ট্রি ফি-র কারণে এতে অংশ নিত না। তবে এবার নতুনভাবে খেলা শুরু হওয়ায় ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


আরও পড়ুন:

» বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সময়সূচি প্রকাশ

» শান্তর পর টি-টোয়েন্টিতে কে হচ্ছেন নতুন অধিনায়ক?


আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে ৬০ দলের অধিনায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি। পুরো অনুষ্ঠানের শুরু থেকেই ছিলেন টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক। যাকে অনুসরণ করে শপথ বাক্য পাঠ করেন ক্রিকেটাররা।

এই প্রতিযোগিতার অংশ নেওয়া ৬০ দলকে ভাগ করা হয়েছে ভিন্ন ১২টি গ্রুপে। তৃতীয় বিভাগ ক্রিকেট এই প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ায় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট