আর দেড় মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে উঠবে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে। পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক আসরটিকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের দল গোছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ। পিছিয়ে নেই বাংলাদেশও কিন্তু এমন মুহুর্তে এসে টাইগার কাপ্তান যে কথা শোনালেন তাতে আশাহতই হতে হবে লাল-সবুজের ভক্ত-সমর্থকদের।
আজ গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সমর্থকদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, বিশ্বকাপে দলের প্রতি তারা যেন বেশি প্রত্যাশা না রাখেন। শান্ত বলেন, ‘প্রতি বিশ্বকাপের আগেই দেখি এমন ধরনের কথা ওঠে। আমরা এটা করবো, সেটা করবো। এবার আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে এমন প্রত্যাশা তেমন না রাখার। আপনাদের যা প্রত্যাশা আছে তা মনের মধ্যেই রাখুন। আমরা কি করতে চাই সেটা যেমন আমরাও জানি, আবার আপনারাও সেটা জানান।’
‘আমরা প্রতিটি ম্যাচ জেতার উদ্দেশ্যেই মাঠে নামি। প্রতিটি ম্যাচ আমরা অনেক আশা নিয়েই খেলি। আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা যে দলটা খেলবো তারা ম্যাচ জেতার জন্য শতভাগ উজাড় করে দেবো। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলবো। আমার শুধু আপনাদের প্রতি অনুরোধ, আমাদের কার কি প্রত্যাশা আছে সেটা নিয়ে মাতামাতি করা থেকে আমরা যেন এবার বিরত থাকি’- যোগ করেন শান্ত।
এ সময় বর্তমানে আইপিএল মাতানো টাইগার পেসার মুস্তাফিজকে নিয়েও কথা বলেন শান্ত, ‘ও এখন আইপিএলে খেলছে। যেটা বাইরের একটা লিগ হলেও ওখানে তার একটা কমিটমেন্ট আছে। তার কমিটমেন্টই ও সেখানে শো করছে। কিন্তু মুস্তাফিজ যখন বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও অনেক বেশি থাকে দলের জন্য। সে দলের হয়ে যখন বল করে তখন তার লক্ষ্যই থাকে দলের উপকার করার।’
আরও পড়ুন: ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ভারত, ১৬ সদস্যের দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এমএস/বিটি