আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। তামিম-সৌম্যদের পর অধিনায়ক শান্তর দায়িত্বশীল ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।
এদিন ব্যাট করতে নেমে ১৭ বলে ২২ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে ফিরে যান তানজিদ তামিম। দলীয় ২৮ রানের মাথায় সেই আল্লাহ মোহাম্মদ গজনফারের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭১ রান।
তবে আজও ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য। ২ চার ও ২ ছয়ের মারে ৪৯ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি। দলীয় ৯৯ রানের মাথায় রশিদ খানের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। যদিও রিভিউ নিলে বেঁচে যেতেন সৌম্য।
আরও পড়ুন:
» সমীকরণের জালে জড়ানো ভারত, ছুটি কি বাতিল রোহিতের?
» প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এনসিএল, কবে থেকে শুরু?
সৌম্যর ফেরার পর মিরাজকে সঙ্গে নিয়ে জুটি গড়েন শান্ত। এরইমাঝে ক্যারিয়ারের নবম অর্ধশতকও তুলে নেন বাংলাদেশ কাপ্তান। ৫৩ রান যোগ করার পর ভাঙে তৃতীয় উইকেটের জুটি। দলীয় ১৫২ রানের মাথায় রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার।
মিরাজ ফেরার পর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়। আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। মাত্র ১১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি। তবে হৃদয় ফেরার পরই দ্রুতই আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮৩ রানের মাথায় খারোতের শিকার হয়ে ফিরে যান শান্ত। প্যাভিলিয়নে ফেরার আগে ৬ চার ও ১ ছয়ের মারে ১১৯ বলে ৭৬ রান করেন টাইগার কাপ্তান।
শান্তর পর একই ওভারে ফিরে যান মাহমুদউল্লাহও। প্রথম ইনিংসে ২ রান করা এই ব্যাটার আজ মাত্র ৩ রান করে ফিরে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান। মাঠে ব্যাট করছেন জাকের আলি (৬*) ও নাসুম আহমেদ (১৫*)।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/বিটি