Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে শান্ত-সাকিবদের

Crifo Bd vs sl
চট্টগ্রাম টেস্ট জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে শান্ত-সাকিবদের

শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ড্র কিংবা জয়। আর জয় পেতে হলে গড়তে হবে বিশাল এক বিশ্বরেকর্ড। আর চট্টগ্রাম টেস্ট জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে শান্ত-সাকিবদের। সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ টার্গেট দিয়েছে সফরকারি শ্রীলঙ্কা।

মঙ্গলবার (২ এপ্রিল) চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ৪৫৫ রানে এগিয়ে থেকে খেলা শুরু করে লঙ্কানরা। এরপর স্কোরবোর্ডে মাত্র ৪৫ রান যোগ করে এবং ১ উইকেট হারিয়ে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এতে করে লঙ্কানদের লিড দাঁড়ায় ৫১০ রান।

এই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কেননা ৫শর বেশি রানের লক্ষ্য তাড়া করে কেউ কখনো জেতেনি। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৭ রান ৩ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে ক্যারিবিয়রা।

এর আগে ৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মঙ্গলবার (২ মার্চ) সকালে তাকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান সাকিব আল হাসান। যদিও আউট হওয়ার আগে অর্ধশতক হাঁকান ম্যাথিউস।

এর আগে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সুযোগ থাকার পর স্বাগতিকদের ফলোঅন করায়নি সফরকারিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম টেস্টটি বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে গেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে এই ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি শিকার করেছেন ৪ উইকেট। খালেদ ২টি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ১৫৭ রানে অলআউট হয়েছিল।

আরও পড়ুন: ছোট দলের সাথে আর্জেন্টিনার জয়, শান্তি পাচ্ছেন না সেই মার্টিনেজ

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট