শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা। আর তারই স্বীকৃতিস্বরূপ এবার আইসিসি থেকে সুখবর পেয়েছেন শান্ত-শরিফুলরা।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওয়ানডেতে ৫ উইকেট শিকার করে ১১ ধাপ এগিয়েছেন শরিফুল ইসলাম। বর্তমানে ২৪ নম্বরে অবস্থান করছেন এই পেসার যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা।
র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আগুন ঝরানো বোলিং করে ৩ উইকেট শিকারের পাশাপাশি পুরো সিরিজে ৮ টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। যার ফলে র্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন এই স্পিডস্টার।
এছাড়া র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এই সিরিজে ৪ টি উইকেট শিকার করেছেন তিনি।
তবে বোলারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। এই সিরিজে বিশ্রামে ছিলেন এই তারকা। ফলে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন এই বাঁহাতি স্পিনার।
এদিকে, ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। এই সিরিজে ৩ ইনিংসে ১৩৫ গড়ে ১৩৫ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ১০ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই সিরিজে ৮১.৫০ গড়ে ১৬৩ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটিও এসেছে অধিনায়কের ব্যাট থেকেই।
এছাড়া ১২ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। এই সিরিজে ৬০.৫০ গড়ে ১২১ রান করেছেন তিনি। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাম্প্রতিক কালে কিছুটা ছন্দ হারানো লিটন কুমার দাস। ৫ ধাপ পিছিয়ে ৬০ নম্বরে নেমে গেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে হাসারাঙ্গার কৌশল, আইপিএলে দিলেন ম্যাচ বিসর্জন
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমটি