Connect with us
ক্রিকেট

মাঠে ফিরেই ব্যাট হাতে আলো ছড়ালেন শান্ত

Najmul Hossain Shanto shines in NCL T20
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বাইশ গজে ফিরেছেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দল খেলছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবে দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত আফগানিস্তান সিরিজে চোটে পড়ে পুরো ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেছেন তিনি। এবার চোট কাটিয়ে মাঠে ফিরেই ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখালেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।

চোট থেকে অনেকটা সেরে উঠলেও শান্তকে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তাই চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে নিজ বিভাগ রাজশাহীর হয়ে মাঠে ফেরার কথা ছিল এই তারকার। অবশেষে রাজশাহীর তৃতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এই ব্যাটার, পালন করেছেন অধিনায়কের দায়িত্ব।

টুর্নামেন্টে রাজশাহীর প্রথম দুই ম্যাচেও ডাগআউটে ছিলেন শান্ত। তবে তাকে একাদশে রাখা হয়নি। আর এবার মাঠে ফিরেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই তারকা। ব্যাট হাতে ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিন। যেখানে ৫টি চার ও ৪টি ছক্কার মার ছিল।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য

» ৮ গোলের বড় জয়ে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ 

এদিন সেঞ্চুরির সুযোগ ছিল শান্তর। তবে শেষ পর্যন্ত সেটা না হলেও এক মাস পর বাইশ গজে ফিরে এমন পারফরম্যান্সে সন্তুষ্ট থাকবেন এই ব্যাটার। যদিও শেষ পর্যন্ত তার দলের সঙ্গী ছিল হার।

এদিন আগে ব্যাট করতে নেমে শান্তর ৮০, হাবিবুর রহমান সোহানের ৪৭ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। বরিশালের পক্ষে মঈন খান ও মেহেদি হাসান ২টি করে উইকেট শিকার করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩ বল ৫ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় বরিশাল। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে ফজলে মাহমুদের ব্যাট থেকে। এছাড়া আব্দুল মজিদ ৫৩ এবং ইফতিখার হোসেন ইফতি ৩৫ রান করেন। রাজশাহীর পক্ষে ১টি করে উইকেটের দেখা পেয়েছেন তিন বোলার।

এই টুর্নামেন্টে এটিই ছিল বরিশালের প্রথম জয়। অন্যদিকে রাজশাহী জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ দুই ম্যাচেই হেরেছে। বর্তমানে বরিশাল পয়েন্ট টেবিলের পাঁচে এবং রাজশাহী ছয়ে অবস্থান করছে।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট