Connect with us
ক্রিকেট

পাকিস্তান সিরিজের পরিকল্পনা নিয়ে যা বললেন শান্ত

Shanto talks about the plans for the Pakistan series
পাকিস্তান সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক শান্ত। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটে কোনো ব্যস্ততা না থাকায় বেশ কয়েকদিন বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরবে শান্ত-লিটনরা। আসন্ন এই সিরিজে টাইগারদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ভালো না হলেও আসন্ন এই সিরিজে অভিজ্ঞ মুশফিক-মুমিনুলদের ওপর ভরসা রাখছেন টাইগার দলপতি। আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় এই সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল। কিন্তু এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। মুশফিক ভাই, মমিনুল ভাই সহ আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমরা যদি আমাদের এই অভিজ্ঞতাটা ও শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারলে অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। তবে অতীত ভুলে বর্তমান ও ভবিষ্যতের দিকেই ফোকাস করতে চাই টাইগার কাপ্তান, ‘অবশ্যই এটা শুধু কোনও সিরিজ বা টুর্নামেন্ট ভালো অথবা খারাপ খেলার ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে। আমার মনে হয় বর্তমানে থাকাটাই খুব গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে।’

আরও পড়ুন:

» অবসরে গেলেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ার্নারকে দলে নেবে না অস্ট্রেলিয়া! 

গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেখানে সফরকারীদের বিপক্ষে ২-০ তে হেরেছিল টাইগাররা। তবে কিছু কিছু খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় এই সিরিজের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। সবমিলিয়ে পাকিস্তানের মাটিতে ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ, ‘কয়েকজন টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল না, তারা অনেক আগে থেকেই পাকিস্তান সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই সামনে সিরিজটা আবার নতুন করে শুরু করা। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের অনেকদিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট