টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতিটা মোটেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপ খেলতে না পারা জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারালেও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ২-১ এ সিরিজ খোয়াতে হয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশকে। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগাররা কখনোই বলার মতো কিছু এখনো করে দেখাতে পারেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮টি বৈশ্বিক আসর হয়েছে এই টুর্নামেন্টের। ২০০৭ থেকে শুরু করে সবগুলো আসরেই অংশগ্রহণের পরও এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন আসরে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সাকিব-মুশফিকরা। ওয়ানডেতে মোটামুটি মানের দল হলেও ২০ ওভারের ক্রিকেটে এখনো খাবি খাচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা।
আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের উপর অনেক প্রত্যাশা থাকলেও শেষ সময়ে এসে কেউই আত্মবিশ্বাস পাচ্ছে না। এর সবচেয়ে বড় কারণ খেলায় উন্নতির অভাব। এবার এই উন্নতির অভাবের কারণ কি এই নিয়ে উত্তর দিলেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। যার অন্যতম প্রধান কারণ হিসেবে, বেশির ভাগ ম্যাচ ভালো উইকেটে না খেলাকে দায়ী করেন অধিনায়ক।
আরও পড়ুন :
বাংলাদেশকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
মুস্তাফিজকে রেখে দিলো ডাম্বুলা, জায়গা হারালো হৃদয়
আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। তার আগে বার্তা সংস্থা এএফপিকে একটি সাক্ষাৎকার দেন শান্ত। সেখানে তিনি বলেন, আমাদের ভালো উইকেটে খেলা আরও বাড়াতে হবে। অনেকে এটাকে অজুহাত বলতে পারেন কিন্তু আসলে এটাই বাস্তবতা। আমরা সাধারণত ভালো উইকেটে খুব কমই খেলি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেটের দুর্দশা আরও চোখে পড়বে ব্যাটারদের স্ট্রাইক রেটের দিকে তাকালে। এই যেমন দলকে নেতৃত্ব দেওয়া শান্তর স্ট্রাইক রেটই ১০৯.৬৪। এ প্রসঙ্গে শান্ত বলেন, ব্যাটারদের এ ক্ষেত্রে উন্নতির জন্য তাদেরকে আরও সময় দিতে হবে। অল্প কয়েক দিন ভালো পিচে খেলালেও এর উন্নতি হবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার।
শান্ত আরও বলেন, ছয় মাসের মধ্যে এই অবস্থার উন্নতি হওয়াটা কঠিন। আমরা যদি এক-দুই বছর ভালো উইকেটে নিয়মিত খেলতে পারি তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে নলে মনে করি।
এবারের আসরে ডি গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে সাকিব-শান্তদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে টাইগারদের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
আরও পড়ুন :
সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়লেন রোনালদো
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : কোন দলে কে খেলছেন
টানা দুই ম্যাচে হারানো কোনো অঘটন নয়: আলি খান
ক্রিফোস্পোর্টস/২৮মে২৪/এমএস/এসএ