Connect with us
ক্রিকেট

তাইজুলের নামের পাশে ৩০০-৪০০ উইকেট দেখতে চান শান্ত

শান্ত ও তাইজুল ইসলাম। ছবি- ক্রিকইনফো

সাকিবের অনুপস্থিতিতে তারপরেই দ্বিতীয় কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় টাইগার বোলার হয়ে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, তাইজুলের নামের পাশে ৩০০-৪০০ উইকেট দেখতে চান টাইগার অধিনায়ক শান্ত।

এর আগে এতদিন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ বা তার অধিক উইকেট শিকারের নজির ছিল সাকিব আল হাসানের নামের পাশে। এবার সেই তালিকায় যোগ দিলেন তাইজুল ইসলাম। তাও আবার দ্রুততম টাইগার বোলার হিসেবে সাকিবের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন।

গতকাল মিরপুর টেস্টের প্রথম দিন তাইজুলের এমন কীর্তির পর রাতে তাকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তাইজুলের ধারাবাহিক পারফরমেন্সের কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়া ক্যারিয়ার শেষে তাইজুলের নামের পাশে ৩০০-৪০০ উইকেট দেখতে চান শান্ত।

পেস্টে শান্ত লিখেছেন, ‘বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশী দিবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’

আরও পড়ুন:

» দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরলেন নেইমার জুনিয়র, পেলেন জয়

» মিরপুর টেস্ট ও এশিয়া কাপের ম্যাচসহ আজকের খেলা (২২ অক্টোবর ২৪)

» বোলিং প্রান্তের উইকেটের পেছনে ফিল্ডার: এই বিষয়ে আইসিসির নিয়ম কী?

নাজমুল হোসেন শান্ত ছাড়াও তামিম ইকবালসহ একাধিক ক্রিকেটার তাইজুলের এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন। তামিম ইকবাল তার দীর্ঘ পোষ্টে উল্লেখ করেছিলেন গেল ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের মধ্যে একজন তাইজুল। ধারাবাহিক পারফর্ম করে গেলেও তাইজুলকে নিয়ে খুব একটা চর্চা না হওয়ায় হতাশ তামিম।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট