Connect with us
ক্রিকেট

নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন পাবেন শান্ত, কমেছে সাকিবের বেতন

Shakib and Shanto
(বাঁ থেকে) বাংলাদেশের বর্তমান ও সাকেব অধিনায়ক। ছবি- সংগৃহীত

চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায় রয়েছেন ২১ ক্রিকেটার। এই চুক্তিতে সর্বোচ্চ বেতন পাবেন বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে গতবছরের তুলনায় এবার বেতন কমেছে সাকিব আল হাসানের। প্রতি মাসে সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা পাবেন শান্ত, যেখানে সাকিব পাবেন ৭ লাখ ৯০ হাজার টাকা।

গত সোমবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই চুক্তিতে তিন ফরম্যাট মিলেয়ে ২১ জন ক্রিকেটার ১ বছরের জন্য চুক্তিবদ্ধ থাকবেন। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

নতুন চুক্তিতে ক্রিকেটাররা বেতন পাঁচ ক্যাটাগরিতে— এ+, এ, বি, সি এবং ডি। ক্যাটাগরি ভিত্তিক বেতন না বাড়লেও কিছু কিছু ক্রিকেটারদের বেতন বেড়েছে বা কমেছে। ক্যাটাগরি ভেদে প্রতিটি ফরম্যাটেই বেতনের পরিমান ভিন্ন।

তিন ফরম্যাটেই এ+ ক্যাটাগরিতে রয়েছেন সাকিব এবং শান্ত। টেস্ট ও ওয়ানডেতে চুক্তিবদ্ধ থাকা মুশফিকও রয়েছেন এ+ ক্যাটাগরিতে। এছাড়া শুধু টেস্টে চুক্তিবদ্ধ থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম এবং শুধু ওয়ানডেতে চুক্তিবদ্ধ থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এ+ ক্যাটাগরিতে রয়েছেন।

এ+ ক্যাটাগরিতে টেস্টের বেতন সাড়ে ৪ লাখ টাকা। ওয়ানডেতে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে সাড়ে ৩ লাখ টাকা।

তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ থাকা ক্রিকেটাররা শুধু প্রথম চুক্তি থেকে শতভাগ বেতন পাবেন। আর দ্বিতীয় চুক্তি থেকে ৫০ ভাগ এবং তৃতীয় চুক্তি থেকে পাবেন ৪০ ভাগ। এতে তিন ফরম্যাটে এ+ ক্যাটাগরিতে থাকা সাকিব ও শান্তর বেতন আসে ৭ লাখ ৯০ হাজার টাকা। তবে শান্ত অধিনায়ক হওয়ায় প্রতি ফরম্যাট থেকে অতিরিক্ত ৪০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা পাবেন। এতে সর্বোচ্চ ৯ লাখ ১০ হাজার টাকা পাবেন বাংলাদেশ কাপ্তান।

আরও পড়ুন: বরিশালের হয়ে দুর্দান্ত সাইফউদ্দিন, জাতীয় দলে ফিরতে চান শীঘ্রই 

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট