চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে পাহাড়সমান লক্ষ্য। শুবমান গিল ও ঋষভ পন্তের সেঞ্চুরির পর ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে টার্গেট দাঁড়ায় ৫১৫ রান। এই রান তাড়া করে জয় পেতে নতুন ইতিহাস গড়তে হবে টাইগারদের।
চেন্নাইয়ে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা কিছুটা আগেই শেষ হয়েছে। ভারতের ইনিংস ঘোষণার পর ৩৭.২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই সময়ে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে টাইগাররা। এখনও ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। উদ্বোধনী জুটি ভাঙে ৬২ রানের মাথায়। জাসপ্রীত বুমরাহর শিকার হয়ে ফিরে যান জাকির (৩৩)। আরেক ওপেনার সাদমান মাঠে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৮৬ রানের মাথায় ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। তার ব্যাট থেক৩ আসে ৩৫ রান।
আরও পড়ুন:
» ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অনন্য নজির গড়লেন রশিদ খান
» রোনালদোর ‘থ্রি ফিঙ্গার’ উদযাপন, রহস্য জানা গেল
এরপর মুমিনুল হক ও মুশফিকুর রহিমও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে মুমিনুল বোল্ড হয়ে এবং মুশফিক কট আউট হয়ে ফিরে যান। দুজনের ব্যাট থেকে সমান ১৩ টি করে রান এসেছে।
তৃতীয় দিনে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি নাজমুল হোসেন শান্তর ফিফটি। ৪টি চার ও ৩টি ছয়ের মারে ৫৫ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন। ১৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশ কাপ্তান।
দিনশেষে শান্ত ৫১ এবং অপর প্রান্তে সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে অশ্বিন ৩টি ও বুমরাহ ১টি উইকেট শিকার করেছেন।
এর আগে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছিল ভারত। যেখানে তাদের লিড দাঁড়ায় ৩০৮ রান। আজ তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন গিল ও পন্ত। পন্তকে ১০৯ রানে মিরাজ ফেরালেও ১১৯ রানে অপরাজিত ছিলেন গিল। এছাড়া লোকেশ রাহুল শেষদিকে ২২ রান করেছিলেন। ২৮৭ রানে ইনিংস ঘোষণার পর ভারতের লিড দাঁড়ায় ৫১৪ রান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। তাই এই ম্যাচ জিততে গেলে বাংলাদেশকে নতুন ইতিহাস লিখতে হবে। টাইগারদের সামনে আর দু’দিন রয়েছে এবং হাতে আছে ৬ উইকেট।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/বিটি