ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ প্রাইম ব্যাংকের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। ম্যাচ শেষে প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠক করতে দেখা যায় আবাহনী ও টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে। প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন এই দুই ক্রিকেটার। তবে বৈঠকে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে কোনো আলোচনা হলো কিনা সেটা জানতেই মুখিয়ে ছিল সংবাদকর্মীরা।
তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জলঘোলা কম হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে তামিমের বৈঠকের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউ। তবে এবার তামিমের সঙ্গে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক কীসের ইঙ্গিত দিচ্ছে? তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম?
বৈঠক শেষে সংবাদমাধ্যমর মুখোমুখি হয় শান্ত। কি প্রসঙ্গে এতক্ষণ বৈঠক করলেন দুজন এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাকুক। আমি এভাবেই তামিম ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি।’
সাদা বলের ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা খুবই কম। তবে টেস্টে তামিমের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন শান্ত, ‘তামিম ভাইয়ের ওয়ানডেতে ফেরার কোন পরিকল্পনা নেই। তবে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে দলের জন্য অনেক উপকার হবে। তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে। তবে এটা নিয়ে এখন কথা বলা কঠিন। যখন এই বিষয়ে আলাপ-আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’
সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে লাল-সবুজ জার্সিতে মাঠে মাতিয়েছেন তামিম। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা এই ওপেনার। মাঝে হঠাৎ জাতীয় দল থেকে অবসরের ঘোষণা, পরবর্তীতে অবসর ভেঙে ফেরাসহ বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে বিপিএল দিয়ে আবারও মাঠে ফেরেন খান সাহেব। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফরচুন বরিশালকে প্রথম বারের মত শিরোপা জেতানোর পাশাপাশি নিজে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এরপর থেকেই তার জাতীয় দলে ফেরার প্রসঙ্গ আবারো আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন: মুস্তাফিজের আইপিএল খেলার মেয়াদ বাড়ল
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৪/এমটি