Connect with us
ক্রিকেট

শান্তর সিদ্ধান্ত আদর্শ ছিল না, মনে করেন সাকিব

শান্তর নেতৃত্ব নিয়ে যা বললেন সাকিব। ছবি- ক্রিকইনফো

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ দল। সেখানে বিশ্বকাপের সুপার এইট পর্ব খেলছে টাইগাররা। গ্রুপ পর্বের বাধা টপকে শেষ আটে উঠলেও সেখানে কোন চমক দেখাতে পারেনি শান্ত বাহিনী। অস্ট্রেলিয়ার পর গতকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করে আগ্রাসী ব্যাটিংয়ে ১৯৬ রানের সংগ্রহ দাড় করায় ভারত। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এতে করে প্রশ্ন উঠেছে টস জিতে শান্তর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে।

গতকাল ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হারের পর টাইগারদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে শান্তর টস সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। যার জবাবে নানা ভাবে সাকিব বুঝিয়েছেন তিনি শান্তর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এমনকি কিছু সিদ্ধান্তের ব্যাখ্যাও জানেন না সাকিব।

টস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে দুই একটা ম্যাচ ছাড়া (আগে ব্যাটিং উপযোগী)। ইংল্যান্ড শুধু ১৮০ তাড়া করেছিল। এছাড়া শুরুতে ব্যাটিং নেওয়াই ট্রেন্ড বেশিরভাগ দলের, তারা সফলও এটা করে। পরিসংখ্যান দেখলে আগে ব্যাট করাই আদর্শ হতো। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে চিন্তা করেছেন। আমরা হয়তো ভেবেছি তাদের নাগালের মধ্যে আটকে রাখতে পারব।’

টস সিদ্ধান্তে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সাকিবের কোন পরামর্শ থাকতে পারতো কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও সাকিব বলেন, ‘দলের যখন নেতা একজন থাকবে সিদ্ধান্ত তার। যদি ভাল করতে পারতাম অধিনায়কের কৃতিত্ব হত। খারাপ করলে তাদের সিদ্ধান্তের উপর আমরা প্রশ্ন রাখি। এটা খুবই যুক্তিযুক্ত। এটা এভাবেই হয়। যদি দেখা যেত প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে নিছি তাহলে মনে হতো ভালো সিদ্ধান্ত ছিল। নিতে পারিনি তখন মনে হচ্ছে আগে ব্যাট করলে ভাল হতো।’

অধিনায়কের টস সিদ্ধান্ত নিয়ে যেমন প্রশ্ন উঠতে পারে, তেমনি প্রশ্ন উঠতে পারে শুরুতেই কোহলি-রোহিতের বিপক্ষে স্পিন আক্রমণ ব্যবহার করা। এতে করে শুরুতে বেশ স্বাচ্ছন্দে নিজেদের মেলে ধরতে সক্ষম হন এই দুই ভারতীয় ব্যাটার। ম্যাচের প্রথম দুই ওভারে মাহেদী হাসান ও সাকিব আল হাসানকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নেন শান্ত। যে দুই ওভারে আগ্রাসী ব্যাটিং দিয়ে নিজেদের হাত খোলেন ভারতীয় ব্যাটাররা।

বোলিং আক্রমণে শান্তর এমন সিদ্ধান্ত যে সাকিবের খুব একটা পছন্দ হয়নি সেটাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি, ‘এটা আসলে আমার জন্য ব্যাখ্যা করা কঠিন (কেন স্পিনার দিয়ে শুরু)। কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত এটা। কে কখন বল করবে এটা তাদের সিদ্ধান্ত। আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। উইকেট দেখে হয়ত তাদের শুস্ক মনে হয়েছে। তারা ভেবেছে স্পিনারদের সাহায্য থাকবে।’

‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট। যেটা আমি বলব। মাঝের ওভারে স্পিনারদের বল করা সহজ পাওয়ার প্লের চেয়ে’– যোগ করেন সাকিব। অবশ্য এই অলরাউন্ডারের ব্যক্তিগত পারফরম্যান্সও এদিন ছিলো বেশ বিবর্ণ। বল হাতে ৩ ওভারে ৩৭ রান দেওয়া সাকিবের ব্যাট থেকে আসে ৭ বলে ১১ রান।

আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট