Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

Sharfuddaula will umpire the Australia-West Indies series

ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালার কীর্তি গড়েন শফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আম্পায়ার হিসেবে নতুন এক কীর্তি গড়তে যাচ্ছেন এই অভিঙ্গ আম্পায়ার।

বিদেশের মাটিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে প্রথম বারের মতো ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন শরফুদ্দৌলা। চলতি মাসে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্য দিয়ে এই কীর্তি গড়বেন এই বাংলাদেশি আম্পায়ার।

অবশ্য এর আগে ২০১২ সালে বিদেশের মাটিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক মনি। সেবার নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ পরিচালনা করেন এই আম্পায়ার।

চলতি মাসের ১৭ তারিখে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। এরপর দ্বিতীয় টেস্টে মাঠে আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। পরবর্তীতে সাদা বলের ওয়ানডে সিরিজেও আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৩ টি টেস্ট, ৮৫ টি ওয়ানডে এবং ৫৯ টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। এছাড়া বাংলাদেশিদের মধ্যে তিনিই একমাত্র আম্পায়ার যিনি ১০০ টির বেশি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ৯২ বছরের রেকর্ড ভাঙা টেস্ট জিতে নিল ভারত 

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট