Connect with us
ক্রিকেট

নিজ জেলা পঞ্চগড়ে হাসপাতালের দাবি জানালেন শরিফুল

Shoriful Islam
শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম তার নিজ জেলা পঞ্চগড়ে হাসপাতালের দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজ জেলার জন্য একটি হাসপাতালের দাবি জানান এই টাইগার পেসার।

মূলত পঞ্চগড়ে তেমন কোনো বড় হাসপাতাল না থাকায় সেখানকার মানুষদের উন্নত চিকিৎসার জন্য রংপুর কিংবা দিনাজপুরে যেতে। এর ফলে অনেক সময় ব্যয় হয় এবং অনেক সময় গুরুতর অসুস্থ রোগীরা মারাও যায়। তাই নিজ জেলাতেই উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের দাবি করেছেন এই তারকা।

তিনি তার পোস্টে পঞ্চগড়ের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি যখন ছোট ছিলাম, পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি, যা আজও আমাকে ব্যথিত করে। আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি। কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই, যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত।’

আরও পড়ুন:

» বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ

» দুই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল 

তিনি আরও লেখেন, ‘আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি। গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় এই দীর্ঘ যাত্রাপথ রোগীদের জন্য হয়ে ওঠে মৃত্যুর কারণ।’

এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পঞ্চগড়ে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবি করেছেন শরিফুল। তিনি লেখেন, ‘এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না, বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার মানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

শরিফুলের এমন দাবিকে সমর্থন জানিয়েছেন তার অসংখ্য ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট