Connect with us
ক্রিকেট

কানাডার ফ্রাঞ্চাইজি লিগে শরিফুলের দুর্দান্ত বোলিং

Shariful's brilliant bowling in Canada's franchise league
শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাইশ গজে সেরা সময় পার করছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে থেকেও ইনজুরির কারণে সবশেষ বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। ইনজুরি কাটিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ব্যাটিং স্বর্গ উইকেটে খুব একটা সুবিধা করতে না পারলেও গ্লোবাল টি-২০ লিগে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন এই বাঁ হাতি পেসার।

কানাডায় চলমান এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে খেলছেন শরিফুল। যেখানে অধিনায়ক হিসেবে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (৩১ জুলাই) নিজেদের চতুর্থ ম্যাচে সারে জাগুয়ার মুখোমুখি হয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় সারে জাগুয়ার।

এদিন বাংলা টাইগার্সের হয়ে আগুন ঝরানো বোলিং করেন শরিফুল। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই বাঁ হাতি পেসার। এছাড়া সাকিবও দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২১ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল ও হৃদয়

» পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব? যা বলছে বিসিবি 

সবমিলিয়ে এই টুর্নামেন্টে দারুণ বোলিং করেছেন শরিফুল। এখন পর্যন্ত সবকটি ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন তিনি। চার ম্যাচে তার শিকার ৬ উইকেট। যেখানে ওভারপ্রতি ৪.৩১ ইকোনমিতে রান খরচ করেছেন এই পেসার।

এদিকে সারে জাগুয়ারের দেয়া ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় বাংলা টাইগার্স। এতে করে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে দলটি।

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট